পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কেতুগ্রাম ২ নম্বর ব্লকে অবস্থিত সতীপীঠ অট্টহাস। পূরণ মতে এখানে সতীর অধঃওষ্ঠ পতিত হয়েছিল। সেই থেকেই ভক্তদের কাছে এই মন্দির মহা পূণ্য ভূমি হিসাবে পরিচিত। প্রতিদিনই এখানে হাজারও ভক্ত আসেন মা অধরেশ্বরীকে দর্শন ও পুজো দেওয়ার জন্য। বিশেষ বিশেষ ধর্মীয় তিথিগুলিতে ভক্তদের ঢল নামে এই সতীপীঠ অট্টহাসে। তাই এই সময়গুলিতে ভক্তদেরকে সুষ্ঠ পরিষেবা দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হয় ‘সতীপীঠ অট্টহাস’ মন্দির কমিটিকে।
আরও পড়ুন : কড়া কোভিড বিধি মেনে ভবতারিণীর আরাধনা দক্ষিণেশ্বরে
এখানে প্রতিদিনের পূজার্চনা ও নিত্যসেবার সঙ্গে অমাবস্যা তিথিগুলিতে অধরেশ্বরী মায়ের আরাধনার উদ্দেশে বিশেষ পুজো ও হোমযজ্ঞ করা হয়। বৃহস্পতিবার, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দীপান্বিতা অমাবস্যার তিথিতে বিশেষ পুজো ও হোমযজ্ঞর আয়োজন করা হয়েছে। আজ সকাল থেকে তারই প্রস্তুতি চলছে অট্টহাস মন্দিরে। সন্ধ্যে বেলায় সতীপীঠ অট্টহাস মন্দিরে দূরদূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসবেন। মন্দির কমিটির তরফে সন্ধ্যে বেলায় হরিনাম সংকীর্তন ও বিশেষ আরতির ব্যবস্থা করা হয়েছে। পুজোর শেষে মায়ের ভোগ বিতরণের ব্যবস্থা করেছে মন্দির কমিটি।