শিলিগুড়ি: এক বাড়ির বারান্দা থেকে উদ্ধার হল একটি সদ্যোজাত (Newborn) শিশুকন্যা। মঙ্গলবার রাতে ফাঁসিদেওয়া (Phansidewa) থানা এলাকার ফৌজিজোত গ্রামের ঘটনা। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ সদ্যোজাত ওই শিশুটিকে উদ্ধার করে ফাঁসিদেওয়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে সেই শিশুকন্যা সুস্থ রয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে এই শিশুটিকে ফেলে গিয়েছে, বুধবার রাত পর্যন্ত তা জানা যায়নি।
সৌরভ সিংহ নামে গ্রামের এক বাসিন্দা জানান, মঙ্গলবার রাতে তাঁর কাকুর বাড়ির বারান্দায় একটি শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। তিনি দেখেন, মাথা ঢাকা দেওয়া একটি বাচ্চা কাঁদছে। সৌরভ এলাকার আরও কয়েকজনকে খবর দেন। জানানো হয় ঘোষপুকুর ফাঁড়িতে। সেখানকার পুলিশ আসে। রিম্পা সিংহ নামে এক তরুণী শিশুটিকে কোলে করে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, দেখে মনে হয়, দু-তিনদিনের বাচ্চা। কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেল, বোঝা যাচ্ছে না। এলাকার কেউ কেউ মনে করছেন, কন্যাসন্তান বলে হয়তো বাবা-মা ফেলে রেখে পালিয়েছে।
আরও পড়ুন:যুবতীর পোশাক টেনে ছিঁড়ে শ্লীলতাহানি মত্ত যুবকের
শিলিগুড়ি শহরে গত কয়েক মাসে এ ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। এর পিছনে কোনও চক্র আছে কি না, পুলিশ তাও খতিয়ে দেখছে। কিছুদিন আগেই শিলিগুড়ি মহাকুমার বিধাননগরে জঙ্গল থেকে এক সদ্যোজাত কন্যা সন্তান উদ্ধার হয়েছিল। পুনরায় আবার ঘোষপুকুর অঞ্চলের ফৌজিজোত গ্রামে একই ঘটনা।