বসিরহাট : শনিবার বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের ছোট শিশুদের নিয়ে ভাইফোঁটার আয়োজন করল বসিরহাটের নবোদয় সংঘ। এ বছর তাঁদের শ্যামা পুজো ৬৫তম বছরে পড়ল। তিতুমিরের বাঁশের কেল্লা আদলেই তাদের এবারের মণ্ডপ তৈরি হয়েছে, যার মধ্যে দিয়ে তারা একটা সমপ্রীতির বার্তা জনসাধারণকে দিতে চেয়েছেন। সেই সঙ্গে আজকে ভাতৃদ্বিতীয়া। সেই কথাকে মাথায় রেখেই বিভিন্ন বৃদ্ধাশ্রমের আবাসিকদের এবং অনাথ শিশুদের নিয়ে ক্লাবের তরফে ভাইফোঁটার স্বজন করা হয়।
আরও পড়ুন : রাজ্যের বাইরে ভাইফোঁটা পালন পর্যটকদের
এই দিন বৃদ্ধ-বৃদ্ধাদের নতুন বস্ত্র এবং মিষ্টির প্যাকেট দেওয়া হয়। প্রদীপ জ্বালিয়ে ধান দূর্বা দিয়ে অনাথ শিশুদের আশীর্বাদ করা হয়। ক্লাব কর্তৃপক্ষ এখানেই থিম থাকেনি। দুপুরে তাদের জন্য মেনুতে রাখা হয়েছে ভাত, ডাল, চিকেন, দই এবং রসগোল্লা।
নতুন ভাবে একটা দিন কাটাতে পেরে অনাথ আশ্রমের শিশুরাও দারুণ খুশি। সব কাজটাই করা হয়েছে করোনা বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে। এই সব কাজের উদ্যোক্তা ছিলেন ক্লাবের সদস্য কল্যান বসু ও সুদীপ্তা বসু। তাঁরা জানালেন, প্রতি বছরই বসিরহাটের মানুষদের নিয়ে নতুন কিছু করার প্রচেষ্টা রাখেন তাঁরা।
এই দিন তাঁরা অনাথ শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভাইফোঁটার আয়োজন করেন তাদের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য। ভাইফোঁটার মধ্যে দিয়ে এই সব অনাথ শিশুদের হাতে মিষ্টি ও নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের জীবনের সাফল্য কামনা করা ক্লাবের একমাত্র উদ্দেশ্য।