বীরভূম: অমানবিক ছবি। চারতলা থেকে ঝাঁপ দিয়েছিল এক যুবক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে হাত-পা বেঁধে রাখার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠে।
আরও পড়ুন- চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার ভুয়ো সাংবাদিক
বুধবার বিকেলে তারাপীঠের একটি হোটেলের চারতলায় উঠে পরে এক যুবক। হোটেলে ঢুকলে চোর সন্দেহে ওই যুবককে ঘিরে ফেলে হোটেল কর্মীরা । ভয়ে পালাতে গিয়ে চারতলা থেকে ঝাঁপ দেয় ওই যুবক । চারতলা থকে মাটিতে লাফিয়ে পড়ার কারণে গুরুতর আহত হয় ওই যুবক । এরপর ওই আহত যুবককে কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। করা হয়নি প্রাথমিক চিকিৎসাও। বরং অমানবিকের মতও আহত যুবকে টেনে হিঁচড়ে হাত-পা বেঁধে ফেলে রাখে স্থানীয়রা ।
আরও পড়ুন- ওয়াশিং মেশিন-মাইক্রোওভেন চালাতে প্রশিক্ষণ নিচ্ছেন লক্ষ্মী, আরতিরা
যুবকের পরিচয় জানা যায়নি। ঘটনার খবর পেয়ে তারাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধার করা হয় ওই যুবককে। ওই যুবক কী কারণে চারতলা থেকে লাফিয়ে নামতে গেল সেই বিষয়টি তদন্ত করছে তারাপীঠ থানার পুলিশ ।