দার্জিলিং : রাতের শহর। রাস্তায় ধারের লাইট জ্বলছে। আশপাশে দাঁড়িয়ে রয়েছে কয়েকটি বাড়ি। মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। হঠাৎ করেই দেখা গেল, রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে একটি লোমশ প্রাণী। কুচকুচে কালো গায়ের রং। এক ঝলক দেখে কিছু বোঝা না গেলেও পরে দেখা যায় প্রাণীটি আসলে একটি ভালুক। ফাঁকা রাস্তা দিয়ে নিশ্চিন্তে হেঁটে চলছে সে।
দার্জিলিংয়ে দেখা মিলল এই ভালুকের। দার্জিলিংয়ের জিমখানা ক্লাবের কাছেই রয়েছে দার্জিলিং টুরিস্ট লজ। সেই লজের তলায় দেখা গিয়েছে একটি কালো ভালুককে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই দৃশ্য। সেখানে দেখা গেছে, রাতের শহরে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটি ভালুক। এটাই প্রথম নয়, এর আগেও দার্জিলিংয়ের দেখা গেছিল ভালুক।