পূর্ব বর্ধমান : কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ। দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা এখনও কমেনি। তার মধ্যে মানুষের অসেচতন মনোভাব উদ্বেগ বাড়াচ্ছে। রাজ্য জুড়েই জারি রয়েছে করোনার বিধিনিষেধ। চলছে কড়া নৈশ কার্ফু। অথচ কোনও বিধিনিষেধের তোয়াক্কা না করেই ঘুরছে মানুষ।
পূর্ব বর্ধমান জেলায় নৈশ কার্ফু জারি হলেও বেপরোয়া মানুষের গতিবিধি। সোমবার রাতে পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করে নৈশ কার্ফু ভাঙার অপরাধে ও মাস্ক ছাড়াই রাস্তায় ঘোরাঘুরি করায় ৬৩ জনকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে সোমবার রাতে জিটি রোডের কার্জন গেট চত্বরে চলে অভিযান। পুলিশ প্রশাসনের মাইকিং সত্ত্বেও কারও মুখে নেই মাস্ক। এদিকে পুজোর পর হুহু করে বেড়েছে করোনা সংক্রমণের হার। তবুও গা ছাড়া ভাব মানুষের মধ্যে।
আরও পড়ুন : পারিশ্রমিক বিতর্কে ‘মাস্টরশেফ’ এর আইনি পদক্ষেপ
গ্রেফতার করা সকলকেই পুলিশ বন্ডে সই করিয়ে ছেড়ে দেয়। কিন্তু প্রথম দু-একদিন সতর্ক ও সচেতন করার জন্য পুলিশ সহনশীলতা দেখাচ্ছে। তবে, দীর্ঘদিন ধরে এই প্রবণতা চলতে থাকলে পুলিশ কড়া হাতেই ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।