হাওড়া: সৎবাবার হতে খুন হল পাঁচ বছরের শেখ সাহিল। প্রথমে অপহরণ বলে দাবি করলেও শেষরক্ষা হল না সৎবাবা উমেশ দুবের। ঘটনার দুদিনের মধ্যে উমেশকে গ্রেফতার করল হাওড়া থানার পুলিস।
গত ৩১ জানুয়ারি নিখোঁজ হয় হাওড়া ডোমজুড়ের বাঁকরা এলাকার পাঁচ বছরের শেখ সাহিল। অপহরণের দাবি করে থানায় অভিযোগ দায়ের করে উমেশ। এমনকী সোশ্যাল মিডিয়াতে থেকে শুরু করে সংবাদমাধ্যমেও সাহিলের ছবি পোস্ট করে সৎছেলেকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন সে। ঠিক তার পরদিন প্রায় ১০ কিলোমিটার দূরে টিকিয়াপাড়া স্টেশনের নর্দমা থেকে নিজেই উদ্ধার করে সাহিলের দেহ। সেখানেও উমেশ দাবি করে পড়ে গিয়ে নর্দমার জল খেয়ে মৃত্যু হয়েছে সাহিলের। পরে হাওড়া থানা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
আরও পড়ুন: Malda News: বিয়ের দিনে বরের খোঁজে কনে, টাকা হাতিয়ে উধাও ‘অধ্যাপক’
উমেশের উপর প্রথম থেকেই সন্দেহ ছিল পুলিসের। ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায় সাহিলের মাথার পিছনে আঘাত রয়েছে। তখনই পুলিস আটক করে উমেশকে। জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে, ৩১ তারিখ খেলার ছলে সাহিল বাড়ি থেকে বেরিয়ে যায়। আর সেটা লক্ষ্য করে উমেশও পিছু নিয়ে সুযোগ বুঝে মাথায় আঘাত করে নর্দমায় ফেলে দেয়। সিসিটিভি ক্যমেরায় সেটা দেখাও যায়। সৎছেলে বলেই সাহিলকে মেনে নিতে পারছিল না। তাই এমণ পথ বেছে নিয়েছে বলে পুলিসকে জানায় উমেশ।