রাজ্যে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক পড়েছে। নির্বাচনের ফল ঘোষণার পর দেড়মাস পেরিয়ে গেলেও সেই ধারা অব্যাহত রয়েছে। এবার পশ্চিম বর্ধমান জেলায় ৪০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল।
আরও পড়ুন: বড় ভাঙন, বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলে ১৫০ পরিবার
পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা গ্রামপঞ্চায়েতের নতুনডাঙ্গা এলাকার এই ৪০টি পরিবারের সদস্যরা বিজেপি নেতা শ্রী রাম সিংয়ের নেতৃত্বে বিজেপিতে গিয়েছিলেন। নির্বাচনে গেরুয়া শিবিরের ভরাডুবির পর পরিবারগুলি তৃণমূল নেতৃত্বের কাছে দলে নেওয়ার আবেদন জানান।
তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর ফরিদপুরের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়ের নেতৃত্বে তাঁরা তৃণমূলে প্রত্যাবর্তন করলেন। সবুজ রসগোল্লা খাইয়ে তাঁদের দলে স্বাগত জানান সুজিতবাবু। এই প্রসঙ্গে রাম সিং বলেন, ‘বিজেপিতে গিয়ে তাঁরা ভুল করেছিলেন। তাই তাঁরা তৃণমূলে ফিরলেন।’
আরও পড়ুন: আড়াই মাস পর দেশে সক্রিয় রোগী ৮ লক্ষের কম
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে গেরুয়া শিবিরে ভাঙন অব্যাহত। বৃহস্পতিবার কোচবিহারে বিজেপি এবং সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় ১৫০টি পরিবার। রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের বিজেপির যুব মোর্চার সভাপতি পরিমল বর্মনের নেতৃত্বে গেরুয়া শিবিরের ১৩৫টি পরিবার এবং সিপিএমের স্থানীয় নেতা দয়াল নন্দীর নেতৃত্বে বাম সমর্থক ১৫টি পরিবার তৃণমূলে নাম লেখানোয় উচ্ছ্বসিত ঘাসফুল নেতৃত্ব। উল্লেখ্য, নাটাবাড়িতে বিধানসভায় এবার পরাজিত হন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ।
আরও পড়ুন: দিলীপের পাশে তিনি কে?
এর আগে বুধবার উত্তরবঙ্গের আরেক জেলা দার্জিলিংয়ে বামফ্রন্ট শিবিরে ধস নামে। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রীতিকণা বিশ্বাস। বিধানসভা ভোটে অশোক ভট্টাচার্যের পরাজয়ের পর থেকেই শিলিগুড়িতে সিপিএম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক পড়েছে।
সিপিএম ত্যাগের পর প্রীতিকণাদেবী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই দলে যোগ দিলাম’। তাঁর কথায়, ‘বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে রুখতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দলবদলের এই সিদ্ধান্ত।’ গৌতম দেব বলেন, ‘প্রীতিকণাদেবী দীর্ঘদিন রাজনীতি করছেন। তিনি আমাদের দলে আসায় আমরা আরও শক্তিশালী হলাম।’