পূর্ব বর্ধমান: ভিড় বাসে কিংবা বাদুড়ঝোলা ট্রেনে নিপুণ হাতে কাজ সারতে সিদ্ধহস্ত তারা। মানুষের ভিড়ে মিশে সুযোগ বুঝে হাতসাফাইয়ে তাদের জুড়ি মেলা ভার। কয়েক বছর আগে অবধিও বাসে লেখা থাকত, ‘পকেটমার হইতে সাবধান।’ সে লেখার চল উঠে গেলেও পকেটমাররা কিন্তু রয়েই গিয়েছে। এবার পূর্ব বর্ধমানে চলন্ত বাস থেকে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার।
সোমবার গুইড়-বর্ধমান রুটের একটি বাস থেকে তাদের পাকড়াও করলেন বাসকর্মীরা। শুরুতে ভিন্ন সুর গাইলেও উত্তম মধ্যম দেওয়ার পর পকেটমারির কথা স্বীকার করেন মহিলারা। বাস যাত্রী দেবব্রত দাঁ বলেন, সেহরা বাজার থেকে বর্ধমানের টাউন হল যাচ্ছিলাম। নামার সময় বাস কন্ডাক্টর ব্যাগ সার্চ করার কথা বলেন। তন্ন তন্ন করে খুঁজেও হদিশ পাইনি মানিব্যাগের।
এরপর বাসে থাকা অন্য যাত্রীদের সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির পাশে থাকা এক মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। খোঁজাখুঁজি শুরু হতেই ওই মহিলার কাছ থেকে সেই ব্যাগ মেলে। সার্চ করতেই সেই ব্যাগ থেকে টাকা বের হয়ে যায়। বাস থেকে নামিয়ে গণধোলাই শুরু হয়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলার আরও ৩ সঙ্গী বাসে ছিল। তারা হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। পকেটমারি করতেই তারা বর্ধমানে এসেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাস যাত্রী মৌসুমী হালদার বলেন, ওই মহিলা হাতসাফাই করার সময় পুরো বিষয়টি বাসচালক দেখে ফেলেন। তিনিই কন্ডাক্টরকে বিষয়টি জানান।