মন্তেশ্বর : এক পাগলা কুকুরের জেরে নাজেহাল এলাকাবাসী। সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে। তাই আর কোনও উপায় না পেয়ে গ্রামের সকলে মিলে মেরে ফেলল কুকুটিকে।
মাত্র একটা কুকুরের তাণ্ডবে একদিনে জখম হয়েছেন ৩৭ থেকে ৩৮ জন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরে পুটশুরী বাজার সংলগ্ন এলাকায়। এদিন সকাল থেকেই পুটশুড়ী বাজারে একটি পাগলা কুকুর তাণ্ডব চালায়। যার কামড়ে কয়েক ঘন্টার মধ্যেই জখম হয়েছিলেন প্রায় ৩৮ জন। শিশু থেকে বৃদ্ধ, কেউই ওই কুকুরের হাত থেকে নিস্তার পায়নি। এর পরেই গ্রামবাসীরা মিলে কুকুটিকে মেরে ফেলে। যাঁরা কুকুরেরকামড়ে জখম হয়েছেন, তাঁরা এখন মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।
আরও পড়ুন : Dog Abuse: চকোলেট বোমার আঘাতে উড়ল কুকুরের পা,লেজ, নৃশংসতার ঘটনায় আটক ৯