বসিরহাট: সংশোধনাগার থেকে পালালো ৩ বিচারাধীন দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহাকুমা উপ সংশোধনাগারে। শুক্রবার ভোর বেলায় ৪টে ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই ৩ দুষ্কৃতী সংশোধনাগারের পাঁচিল টপকে পালায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট শহর জুড়ে।
আরও পড়ুন : বাংলাদেশ সীমান্তে প্রেসের স্টিকার লাগিয়ে ঘোরাফেরা, গ্রেফতার ভুয়ো সাংবাদিক
৩ পলাতক দুষ্কৃতী খুন রাহাজানি ডাকাতি ছিনতাইয়ের মত অপরাধ মূলক কাজের সঙ্গে জড়িত ছিল। সেই অপরাধের কারণে জেল হয়েছিল তাদের। উপ সংশোধনাগারের জেলার অমিত চক্রবর্তী দুষ্কৃতীদের সংশোধনাগার থেকে পালানোর কথা স্বীকার করে নিয়েছেন। সংশোধনাগার পরিদর্শন করেন স্বয়ং ডিআইজি। পরে তিনি এই বিষয়ে বসিরহাট মহকুমা শাসক মৌসুমী মুখোপাধ্যায়, পুলিশ সুপার জবি থমাস এবং আইসি সুরিন্দর সিং সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পলাতক ৩ দুষ্কৃতীর নাম বাপি শেখ, সাদ্দাম মোল্লা হাড়োয়া ও মীর আরিফুল। দক্ষিণ ২৪ পরগনা কাশিপুর থানা এলাকার বাসিন্দা তারা। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। সংশোধনাগারের জেলার অমিত চক্রবর্তীর গাফিলতির জন্য এই ঘটনা ঘটল কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।