হুগলি : মা, বাবা এবং বোনকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের। ঘটনাটি ঘটেছে হুগলির ধনিয়াখালি থানার দশঘড়া রায় পাড়া এলাকায়। মৃত বাবা ও মায়ের নাম অসীম ঘোষাল এবং শুভ্রা ঘোষাল। বোনের নাম পল্লবী চট্টোপাধ্যায়। অভিযুক্ত যুবকের নাম প্রমথেশ ঘোষাল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দশঘড়া রায় পরিবারের রাজ বাড়িতে দীর্ঘ ৪০ বছর ধরে বসবাস করছিলেন এই ঘোষাল পরিবারটি। তাঁদের আদি বাড়ি তারকেশ্বরে।এই পরিবারের ছেলে প্রমথেশ ঘোষাল দীর্ঘ দিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাঁর বোন পল্লবী চট্টোপাধ্যায় বিবাহিত। ভাইফোঁটা উপলক্ষ্যে তিনি বাড়িতে এসেছিলেন। স্থানীয়দের দাবি, সোমবার রাতে নিজের বাবা, মা ও বোনকে ধারালো অস্ত্র দিয়ে হাতের শিরা কেটে খুন করেন প্রমথেশ ঘোষাল। এরপর সে নিজের হাতের শিরা আত্মহত্যা করার চেষ্টা করেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ধনিয়াখালী গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে প্রমথেশ তাঁর পরিবারকে খুন করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, সে বিষয়ে তদন্ত শুরু করেছে ধনিয়াখালি থানার পুলিশ।
আরও পড়ুন : পারিবারিক অশান্তির জেরে রেলের চাকায় মাথা দিয়ে আত্মহত্যার আর্জি মহিলার