উত্তর ২৪ পরগনা : ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় তল্লাশি শুরু করেছিল এনআইএ। মঙ্গলবার এই ঘটনার সঙ্গে যুক্ত দুই অভিযুক্ত রাহুল কুমার এবং বাদল কুমারকে গ্রেফতার করে এনআইএ।
সেপ্টেম্বর মাসে ভাটপাড়ার বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের পুত্র পবন কুমার সিংয়ের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা নিক্ষেপ করে। এই ঘটনার পর বিজেপির তরফে দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে নালিশ জানানো হয়। ঘটনার তদন্ত ভার দেওয়া হয় এনআইএকে। এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত, তাদের খোঁজে তল্লাশি শুরু করে এনআইএ। অবশেষে মঙ্গলবার দু’জনকে গ্রেফতার করা হয়। এনআইএ-এর তরফে জানানো হয়, গ্রেফতার ২ জনের নাম হল রাহুল কুমার ও বাদল কুমার। এদের মধ্যে বাদল কুমার উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এই বোমা নিক্ষেপের ঘটনায় আরও ২ জনকে আগেই গ্রেফতার করেছিল স্থানীয় পুলিশ। এই ঘটনার পেছনে আরও বড় কোনও উদ্দেশ্য আছে কিনা, তা জানার চেষ্টা করছে এনআইএ।
আরও পড়ুন : ভাটপাড়ায় দুষ্কৃতী হামলা