বহরমপুর : নাবালিকা স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে ডোমকল থানার রমনাবসন্তপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন : নাবালিকাকে ধর্ষণ করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ধৃত পুরোহিত
পরিবারের লোকের অভিযোগ, মোমিনা খাতুনকে (১৪) নাবালিকা জেনেও বিয়ে করতে জোর খাটিয়েছিল। ডোমকল শহরের রমনা বসন্তপুরের আলম সেখের ছেলে রাকেশ শেখ জোর করেই বিয়ে করে মোমিনাকে। রাস্তায় মধ্যে দাঁড়িয়ে মোমিনার কান কেটে দেওয়া হয়েছিল। এক প্রকার বাধ্য হয়েই মোমিনার বিয়ে দিয়েছিলেন পরিবারের সদস্যরা। সেই নাবালিকাকে বিয়ের কয়েকমাস পর থেকেই তার ওপর শারিরিক এবং মানসিক নির্যাতন চালাত শশুর বাড়ির লোকজন বলে অভিযোগ উঠেছে। কিছুদিন আগে বাবার বাড়ি চলে আসে মোমিনা। ফের তাকে বুঝিয়ে শ্বশুরবাড়ি নিয়ে যায় তাঁর স্বামী রাকেশ শেখ। কিন্তু শুক্রবার শ্বশুর বাড়িতে ফের মোমিনার উপর নির্মম ভাবে অত্যাচার চালায় তার রাকেশ। তারপর শ্বাশরোধ করে খুন করা হয় মোমিনা খাতুনকে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।