গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার ৪। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে পাহাড়পুর সংলগ্ন জাতীয় সড়কে পিক আপ ভ্যানের তুষের বস্তায় আড়াল করে নিয়ে যাওয়া হচ্ছিল একাধিক গাঁজার বস্তা। একইসঙ্গে গাড়ির সিটের ভিতরে ও গোপন জায়গায়ও গাঁজা লোকানোর ছক করেছিল পাচারকারীরা। কিন্তু শেষ রক্ষা হল না।
আরও পড়ুন অর্থনীতিতে ধস, উদ্বেগ বাড়াচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট
গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। এরপর আই সি অর্ঘ্য সরকারের নির্দেশে গাড়িতে তল্লাশি চালাতে উদ্ধার হয় প্রায় একশো কেজি ওজনের গাঁজার বস্তা। ফলে হাতেনাতে ধরা পড়ে পাচারকারীরা। অবৈধ ভাবে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় ওই ৪ যুবককে। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় তাদের গাড়ি দুটিকেও।
আরও পড়ুন অবশেষে প্লে স্টোরে ‘ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া’
গ্রেফতারের পর পুলিশি জেরা শুরু হলে উঠে আসে অন্যান্য তথ্য। জানা যায়, অসম থেকে জলপাইগুড়ি-শিলিগুড়ি হয়ে বিহারের দিকে পাচার করা হচ্ছিল এই একাধিক গাঁজার বস্তা। তবে ঠিক কি কারণে পাচার করা হচ্ছিল এবং ঘটনায় আর কারোর হাত রয়েছে কিনা তা নিয়েই তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
আরও পড়ুন নওয়াজউদ্দিন কি গ্রামে চাষ করছেন?