সুবর্ণরেখা নদীর ভাঙনে তলিয়ে যেতে বসেছে গোটা গ্রাম । গ্রামের নাম মালঞ্চা । বেলিয়াবেড়া থানার অন্তর্গত এই গ্রামের দিকে ক্রমশই এগিয়ে আসছে নদীর জল। ফলে নদীগর্ভে পরে বিলীন হয়ে যাচ্ছে গোপীবল্লভপুর ২নম্বর ব্লকের বিস্তীর্ন এলাকা। পাশাপাশি যশের কবলে পড়ে বিধ্বস্ত এখন গ্রামের চাষি থেকে শুরু করে নদী বাঁধ। এই পরিস্থিতিতে শনিবার গ্রাম পরিদর্শনে আসেন স্থানীয় প্রশাসন। নয়াগ্রামের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু এবং স্থানীয় জেলা পরিষদ সদস্য স্বপন পাত্র।
এদিন এলাকাবাসীদের একাংশই কংক্রিটের নদীবাঁধ নিয়ে দাবি তোলেন। তাঁরা জানান মালঞ্চা এলাকায় কংক্রিটের নদীবাঁধ না হলে মালঞ্চাসহ পার্শ্ববর্তী গ্রামগুলিকে রক্ষা করা যাবে না। গ্রাম পরিদর্শনের পর তাঁদের পাশে থাকার আশ্বাস দেন স্বপন পাত্র। পাশাপাশি তিনি জানান, ‘কংক্রিটের বাঁধ না হলে এলাকায় নদী ভাঙন রোধ করা যাবে না। বিডিও, জেলাপরিষদ সভাধিপতিকে অবস্থার কথা জানিয়েছি।’ একই দিকে নদীর পাড়ে দাঁড়িয়ে দুলাল মুর্মু বলেন, ‘সরকার থেকে এই ব্লক এলাকার চোরচিতা, তোপগেড়িয়া, আলমপুরে নদী বাঁধ হয়েছে। কিন্তু ঝাড়খন্ডের গালুডি, চান্ডিল ব্যরেজ থেকে জল ছাড়লে বিপত্তি দেখা দেয় মালঞ্চ এলাকায়। কিন্তু বর্তমানে যা অবস্থা তাতে দু-তিন বছরের মধ্যে নদীর বিপুল জল গ্রামে ঢুকে পড়বে। তাই সার্ভে করা হচ্ছে। এলাকার মানুষজনকে নিরাপদে রাখতে কাজ করবে আমাদের সরকার।’