জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের কয়েকটি গ্রামে দাপিয়ে বেড়াল একটি বুনো হাতি। তবে তেমন কোনো ক্ষতি করেনি। এলাকায় প্রথমবার হাতি দেখে প্রচুর মানুষ ভিড় করেন। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও হাতিটিকে জঙ্গলে ফেরাতে তাদের বহু সমস্যার মুখোমুখি হতে হয়। সোমবার ভোরে হাতিটিকে প্রথম দেখা যায় আকারিগাছ এলাকায়। এরপর লক্ষ্মী জামাদারগাছ, বলরাম, পাওয়ার গ্রিড এলাকা দাপিয়ে পুঁটিমারি এলাকার একটি চা বাগানে আশ্রয় নেয় হাতিটি। আমবাড়ি ও ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা বাজি পটকা ফাটিয়ে হাতিটিকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। বনকর্মীরা এখনও হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।