পুরুলিয়ার সাঁওতালডিহি থানা এলাকার গোয়াই নদী থেকে উদ্ধার হল দুই কিশোরের দেহ। মৃতরা সাঁওতালডিহি থানার, কাকি বাজার এলাকার বাসিন্দা। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় গোয়াই নদীতে স্নান করতে যান একদল যুবক ও কিশোর। আফরোজ আলম নামে এক ব্যক্তি জানিয়েছেন, ওইদিন সন্ধ্যায়, তিনি, সাকিব, সাদ্দাম ও সন্দীপ নদীতে স্নান করতে নামেন। সেইসময় নদীতে জল বেশী থাকায়, সামলাতে না পেরে তলিয়ে যান সাকিব ও সাদ্দাম।
কোনওরকমে প্রাণে বাঁচেন আফরোজ। ঘটনার খবর যায় সাঁওতালডিহি থানার পুলিশের কাছে। এরপর সাঁওতালডিহি থানা ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা নদীতে যৌথ তল্লাশি চালান। সেইরাতে উদ্ধার না করা গেলেও, শনিবার সাকিব(১৭) ও সাদ্দামের(১৬) দেহ উদ্ধার করে পুলিশ। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী করে এরকম ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।