করোনার তৃতীয় ঢেউ এড়ানো অসম্ভব। বহু আগেই এ বার্তা দিয়েছিলেন কেন্দ্র সরকারের বিজ্ঞান উপদেষ্টা কে বিজয়রাঘবন। তাই করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় এবার সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন হল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউয়ে ১৮ বছরের নীচে বাচ্চাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী। সে কথা মাথায় রেখেই শিশুদের জন্য নির্দিষ্ট বেড রেখে ১২০ বেডের এই সুপার স্পেশালিটি হাসপাতাল।
উত্তর ২৪ পরগনা জেলার, অশোকনগর থানার বিড়া রাজিবপুর গ্রাম পঞ্চায়েতের বালিশা গ্রাম। সেখানেই বিশিষ্ট চিকিৎসক জাহিদুল সরকার শিশুদের সুরক্ষার জন্য হাসপাতাল তৈরীর পরিকল্পনা করেছিলেন। এবার এই পরিকল্পনাই বাস্তবের রূপ নিল। হাসপাতালের নাম এম.আর. হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক। প্রাথমিক ভাবে ১২০ শয্যার এই সুপার স্পেশালিটি হাসপাতালে থাকছে সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা। পশ্চিমবঙ্গের অনেকেই চিকিৎসার জন্য নির্ভর করেন ভেলোরের উপর। হাসপাতালের কর্ণধার ডাঃ জাহিদুল সরকার জানান, হাসপাতালের ট্যাগলাইন, ‘আর নয় ভেলোর’।
শুরুটা হয়েছিল ২০১০ সালে এম আর চ্যারিটেবল ট্রাস্ট নার্সিং স্কুল বিএড কলেজ দিয়ে। এবার তৈরি হল হাসপাতাল। মানুষ কম খরচে এখানে চিকিৎসা করাতে পারবেন। থাকছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার সুবিধাও। ৩৯ জন ডাক্তার ও ২৪০ জন নার্স নিয়ে এই হাসপাতালের সূচনা হল। সেইসঙ্গে হাসপাতালে দশটি ফ্রি বেডের ব্যবস্থা থাকছে। এছাড়া সপ্তাহে একদিন বিনামূল্যে আউটডোরে ডাক্তার দেখাতে পারবেন সাধারণ মানুষ। থাকছে আইসিসিইউ-এর ব্যবস্থা। উদ্বোধনে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ রেহেনা খাতুন সহ একঝাঁক চকিৎসক। বিধায়ক নারায়নবাবু জানান, আধুনিক এই হাসপাতাল অশোকনগরে তৈরি হওয়ায় স্থানীয়রা সুচিকিৎসা পাবেন। উপকৃত হবেন আশপাশের এলাকার মানুষও।