কোভিভে আতঙ্ক ও জটিলতা বাড়াচ্ছে এনসেফালোপ্যাথি। যাকে চিকিৎসকরা বলছেন, কোভিড এনসেফালোপ্যাথি। বেলেঘাটা আইডিতে এমন জটিল উপসর্গ নিয়ে ভর্তি দু’জন। এই সমস্যায় মৃত্যুর হারও বেশি, প্রায় ৭০ শতাংশ।
হাবরার বাসিন্দা ৫৫ বছর বয়সী কৃষ্ণপদ দাস। ভর্তি ছিলেন অশোকনগর কোভিড হাসপাতলে। সেখানে তাঁর মস্তিষ্কের সমস্যা শুরু হয়। চিকিৎসকরা তড়িঘড়ি বেলেঘাটা আইডিতে রেফার করেন। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা বুঝতে পারেন, কৃষ্ণপদ বাবুর সমস্যা কোভিড এনসেফালোপ্যাথি। করোনা আক্রান্ত রোগীদের মধ্যে এই বিরল অথচ জটিল সমস্যা দেখা দিচ্ছে। যাতে সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে মৃত্যুও ডেকে আনছে।
কোভিড বিশেষজ্ঞ ডা. যোগীরাজ রায়ের মতে, এই কোভিড এনসেফালোপ্যাথি অত্যন্ত মারাত্মক। করোনা আক্রান্ত অবস্থায় কিছু রোগীর এই মারাত্মক জটিল অবস্থা তৈরি হয়। বিরল হলেও গত এক বছরে শুধুমাত্র বেলেঘাটা আইডি হাসপাতাল ভর্তি হয়েছেন এমন কুড়িজন রোগী। এর কারণ অনেক সময় বোঝা যায় না ফলে চিকিৎসা করাও চ্যালেঞ্জিং হয়ে যায়। করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেনের সরবরাহ ঠিক মতো না হলেও এ ধরনের বিপদ ঘটতে পারে।