করোনা মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে, আইআইটি খড়্গপুরের টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হল। ক্যাম্পাস নির্ভর পরিচারিকা, নিরাপত্তা কর্মী থেকে সবজি-মাছ ব্যবসায়ী, ক্যান্টিন কর্মী সহ সকলকেই বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছেন সেখানকার অধ্যাপক ও অধ্যাপিকারা। আইআইটি খড়গপুরের প্রায় ৭০০ জন ফ্যাকাল্টি মেম্বার্স বা অধ্যাপক ও অধ্যাপিকারা মিলিত ভাবে ক্যাম্পাসের মোট ৩,০০০ জনের জন্য ফ্রিতে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছেন। এজন্য, প্রায় ১৮ লক্ষ টাকা তাঁরা ব্যায় করতে চলেছেন বলে জানা গেছে। আইআইটি জিমখানাতে এই ভ্যাকসিনেশন কর্মসূচি শুক্রবার থেকে শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
আইআইটি খড়গপুরের অধ্যাপক ও অধ্যাপিকাদের সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ক্যাম্পাসের সঙ্গে জড়িত যাঁরা এখনও ভ্যাকসিন পাননি, তাঁদের সকলের জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হবে। অধ্যাপক-অধ্যাপিকা, রিসার্চ স্কলার থেকে আইআইটি ভেতরে থাকা রিক্সা চালক, ব্যবসায়ী সকলকেই এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। অধ্যাপক – অধ্যাপিকারা মনে করেছেন, ৭০০ জন শিক্ষকের মধ্যে বেশিরভাগ জনই ৪৫ উর্ধ্ব হওয়ায় তাঁরা এরই মধ্যে বিনামূল্যে ভ্যাকসিন পেয়ে গেছেন। তাহলে, তাঁরাও তো বাকিদের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারেন। কারণ, ক্যাম্পাসের সঙ্গে জড়িত অনেকেরই ভ্যাকসিন বেসরকারি ভাবে কেনার সামর্থ্য নেই। তাই এই উদ্যোগ।
সুবৃহৎ এই ভ্যাকসিনেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে করোনা মুক্ত আইআইটি ক্যাম্পাস গড়ে তুলে, এর আকর্ষণীয় ও মনোগ্রাহী পরিবেশের সৌন্দর্য রক্ষা করা সম্ভব হবে বলে তাঁদের অভিমত। অন্যদিকে, সেখানকার এক প্রাক্তনী, যাঁরা বর্তমানে আমেরিকাতে আছেন, তাঁদের পক্ষ থেকে আইআইটি খড়্গপুরের বি.সি. রায় হাসপাতালে ২০ টি অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করা হচ্ছে। খড়্গপুর আইআইটিটিতে ইউএসএ’র প্রাক্তনীরা এই উদ্যোগ নিয়েছেন। আইআইটি কর্তৃপক্ষ তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।