Placeholder canvas
কলকাতা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
WTC: কোহলি বনাম কেন
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ০৬:১৪:২৭ পিএম
  • / ৩৬৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস

আর বাকি কয়েক ঘণ্টা। তারপর শুরু হবে ‘বিশ্ব সেরার’ লড়াই। বিশ্বের সেরা টেস্ট দল হবে কে? আইসিসি টিম রাঙ্কিংয়ে শীর্ষে থাকা নিউজিল্যান্ড? নাকি টানা দুটি বছর টেস্টে দেশে আর বিদেশে ভালো খেলা ভারত?

১৮ জুন থেকে পরের পাঁচদিন এই উত্তর আমাদের সামনে এনে দেবে। তার আগে- আমরা বরঞ্চ শুরুতে জেনে নিই এই ফাইনাল ম্যাচের কি কি বিশেষ নিয়ম সাজিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থাটি।

ফাইনালের নিয়ম কানুন…

১. ম্যাচটি খেলা হবে গ্রেড ওয়ান ডিউক বলে।

২. এল বি ডব্লু রেফারেলের জন্য পায়ে লাগা বলের উচ্চতা স্ট্যাম্পের উচ্চতার সমান রাখা হয়েছে।

৩. যে রিজার্ভ ডে রাখা আছে, তা তখনই ব্যবহার হবে – যখন পাঁচ দিনের খেলায় নষ্ট হওয়া সময় কোনও ভাবে সামলানো যাবে না।

আরও পড়ুন: WTC: ফাইনালের জন্য ১৫ জন বেছে নিল ভারত

৪. ম্যাচ ড্র হয়ে গেলে দুটি দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে।

৫. মাঠের আম্পায়ার শর্ট রান সিগনাল দিলেও তা টিভি আম্পায়ার দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

৬. ব্যাটসম্যান এল বি ডব্লু হলে রিভিউ চাওয়ার আগে আম্পায়ারদের কাছে জেনে নিতে পারেন, বলটি সত্যি খেলার চেষ্টা করেছিলেন কিনা।

ভারতীয় শিবিরের খবর:

হতে পারে বিরাট কোহলিরা এই টেস্ট ম্যাচটি খেলতে নামার আগে ম্যাচ ফিট হতে পারেননি। আইপিএল খেলেছেন অধিকাংশ ক্রিকেটার বিভিন্ন বিভিন্ন দলের হয়ে। ইংল্যান্ড এসে কড়া কোয়ারান্টিন কাটিয়ে নেটে ব্যাট-বল নিয়ে গা গরম করেছেন। তারপর নিজেদের মধ্যে চারদিনের একটি ম্যাচ খেলেছে। তারপর ম্যাচের আগে শেষ দুদিন আবার চুটিয়ে নেটে ব্যাটিং-বোলিং আর ফিল্ডিং। মানসিকভাবে দল চাঙ্গা। এমনকি ইংল্যান্ডের মাটিতে প্রতিপক্ষকে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলতে দেখে নিয়েছে। ভারতের ভিডিও অ্যানালিস্ট সেই দুটি ম্যাচের, কিউই বাহিনীর নানান ফুটেজ থেকে নানান বিশ্লেষণ বের করে রোজ টিম ম্যানেজমেন্টকে দিয়েছে। চিফ কোচ রবি, সাপোর্ট স্টাফদের সঙ্গে বসেছেন। তাতে অংশ নিয়েছেন কখনও ব্যাটসম্যানরা। কখনও পেস বোলাররা। আর স্পিনাররা।

তাই দেখে , আর নিজেদের শক্তি বিচার করে ম্যাচের দুদিন আগেই ১৫ জনের দল ঘোষণা করে দিয়েছে ভারত। একটা বার্তা তাতে পৌঁছে গিয়েছে, বিপক্ষ শিবিরে: ভারত তৈয়ার। উই আর রেডি।

আরও পড়ুন: WTC ফাইনাল: জিতলে ১৭ কোটি টাকা!

নেটে যেভাবে ব্যাটসম্যানরা ব্যাটিং সারছেন, তাতে একটা প্রথম একাদশের ধারণা তৈরি হয়ে গেছে। ওপেন করতে নামছেন রোহিত শর্মা আর শুভমন গিল। এই জুটি সব জোট বেঁধেছে। টেস্টে ভালো একটা ওপেনিং জুটির খোঁজে ছিল ভারত। শর্মা-গিল জুটি আশার আলো দেখাচ্ছে। কিন্তু এই জুটি ইংল্যান্ডের মাটিতে প্রথমবার নুতন বলের মোকাবিলা করতে নামছে। একটা ‘কিন্তু’ রয়েই গেছে মনের মাঝে। রোহিত একটি মাত্র টেস্ট খেলেছেন ইংল্যান্ডে। সেটা সেই ২০১৪ সালে। ৮ বছর আগে। আর গিল , এই প্রথমবার খেলতে নামবেন। সেই অর্থে, অনভিজ্ঞ ওপেনিং জুটি।

ভারতীয় ব্যাটসম্যানরা প্রায় এক সপ্তাহ ধরে সাউদাম্পটনের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে। তাই হ্যাম্পশায়ারের বোল এলাকার কিছুটা গরম আবহাওয়া , কড়া রোদ পিচকে শক্ত রাখবে। রোহিত, গিল, পূজারা, কোহলি, রাহানে, পন্থদের স্ট্রোক প্লেতে সমস্যা সৃষ্টি করবে না। আবার ভারতীয় দল আশ্বিন – জাদেজা জোড়া স্পিনার নিয়ে নামলে এখনকার উইকেটের রেওয়াজ বজায় রাখলেন বাড়তি সুবিধা পাবে। এই দুই স্পিনার এখন দলে অলরাউন্ডার। ব্যাটিং শক্তিতে মজবুত দল। অজিঙ্কা রাহানে এখন এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বেশি রান করে বসে আছেন। কোহলি বিগ ম্যাচ প্লেয়ার। পূজারা দলের ভিত বানাতে ওস্তাদ। আর পন্থ? এই নিজেদের মধ্যে খেলা ম্যাচে সেঞ্চুরি করেছেন নিজের স্টাইলে।

আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: নস্টালজিক ‘ নব্বুই ‘ পছন্দ টিম ইন্ডিয়ার

খেলা হবে গ্রেড ওয়ান ডিউক বলে। ইংল্যান্ডের আবহাওয়াতে এই বল আবার কোকাবুরা বলের চেয়ে বেশি সুইং করে। ভারতের তিন পেসার – ইশান্ত , সামি আর বুমরাহ যথেষ্ট সমীহ আদায়কারী বোলার।

ভারত আগে যাই করুক প্রথম দুদিনেই ম্যাচের লাগাম হাতে নেওয়ার চেষ্টা করবে।

নিউজিল্যান্ড শিবিরের খবর:

নিউজিল্যান্ড শেষবার ভারতের সঙ্গে টেস্ট সিরিজ খেলেছিল নিজেদের দেশে। ২০২০ সালের শুরুর দিকে। ২-০ ম্যাচে হারিয়েছিল কোহলিদের। এই বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপ লিগের লড়াই ছিল। গোটা সিরিজে কিউই পেসাররা নাকানি চোবানি খাইয়েছিল ভারতীয় ব্যাটসম্যানদের।

এবার দেখার নিরপেক্ষ মাঠে ( ইংল্যান্ডে) এই কিউই বোলাররা কী করে। ভারতীয় শক্তিশালী ব্যাটসম্যানদের কেমন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। পিচ কিউরেটর সাইমন লি শুনিয়েছেন, এমন উইকেট দেবেন যাতে পেস আর বাউন্স থাকবে। এমন কথা শুনে নিশ্চই কাইল জামিয়েশন কিংবা সাউদি আর বোল্ট খুশি হবে। নিউজিল্যান্ডের ব্যাটিং অনেকটাই নির্ভর করে আছে অধিনায়ক কেন উইলিয়ামসনের উপর। দারুণ ফর্মে আছেন। আছেন রস টেলর। এই দলে এদের মত সুপারস্টার কম। কিন্তু সকলে ব্যাটিংয়ের এ বি সি ডি মেনে খেলেন। ফলে লাথাম, কনওয়ে, টম ব্লুন্দেল, বি জে ওয়াল্টিং এঁরা ম্যাচের রং বদলে দিতে পারে।

আরও পড়ুন: আইসিসি টেস্ট রাঙ্কিং: পাঁচে কোহলি, দুইয়ে অশ্বিন, তিনে জাদেজা

নেতার নজরে:

ভারতীয় নেতা বিরাট কোহলি বেজায় আক্রমণাত্মক। আবেগপ্রবণ। জয়ের খিদে প্রচন্ড। আর নিউজিল্যান্ড নেতা কেন উইলিয়ামসনের ইমেজ হল, ধীর-স্থির। আবেগের বহিঃপ্রকাশ কম, কিন্তু ম্যাচ রিডিং খুব ভালো। বিরাট আর কেনের একটা ছবির কোলাজ ভাইরাল হয়ে ঘুরছে। উপরে এই দুই নেতার অনুর্ধ্ব উনিশের বিশ্বকাপ আসরের ছবি। কোহলির দল সেবার জিতেছিল। আর তারই নিচে দুজনের এখনকার ছবি।

এই টেস্ট শেষে জানা যাবে ছবির নিচের দুজনের লড়াইয়ে এবার কে জিতলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিসিআইয়ের পক্ষ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ১১ জনের দল ঘোষণা করা হল। ৫ বোলার এবং ৬ ব্যাটসম্যান নিয়ে খেলতে নামবে ভারত।

এক নজরে ভারতীয় দল: শুভমন গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

শনিবার ভাগ্য খুলবে ৫ রাশির জাতকের
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
পশ্চিমবঙ্গে এনএসজি কমান্ডো ও রোবট দিয়ে সার্চ করা উচিৎ’ সন্দেশখালি নিয়ে সরব মিঠুন থেকে সুকান্ত
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
সন্দেশখালিতে দিনভর তল্লাশি, গুলি-বন্দুক, উদ্ধার শাহজাহানের নথিপত্র
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
দ্বিতীয় দফায় কোন কোন হেভিওয়েটদের ‘ভাগ্য পরীক্ষা’ ?
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
২৬১ রান করেও লজ্জার হার কলকাতার
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
পাপারাজ্জিদের উপর রেগে লাল জুনিয়ার এনটিআর, কিন্তু কেন?
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
বাংলার তিন কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৭০ শতাংশ
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
মুখ্যমন্ত্রীর চেয়ার আঁকড়ে থাকার অধিকার নেই, মন্তব্য শুভেন্দুর
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
৬ বছরে গুগলে ১০০ কোটি টাকার বিজ্ঞাপন বিজেপির
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
গরমে বাংলায় ভোটের নামে কমিশন অত্যাচার করছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
শাসক দলের ভয়ে বুথ ছেড়ে পালিয়েছে কেন্দ্রীয় বাহিনী!
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
সন্দেশখালিতে বিস্ফোরকের সন্ধানে রোবট দিয়ে তল্লাশি এনএসজির
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
যোগীর রাজ্যে পরীক্ষার খাতায় ‘জয় শ্রীরাম’, তাতেও মিলল নম্বর   
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
বিজেপিকে চাকরিখেকো বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
গরমে বাড়ির পোষ্যকে সুস্থ রাখবেন কিভাবে?
শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team