করোনার প্রভাব সমাজের সর্বত্র দেখা গেছে। এমনই একটি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে একটি ছবি নাম ‘কালকক্ষ’। পরিচালক রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি। এই ‘কালকক্ষ’ ছবি সম্ভবত প্রথম বাংলা পূর্ণ দৈর্ঘ্যের ছবি যা দক্ষিণ কোরিয়ার ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার মূল পর্বে নির্বাচিত হয়েছে। এই ছবির নির্মাতা এর আগে ‘পথের পাঁচালি ‘, ‘জলসাঘর’, ‘ ময়নাতদন্ত’ র মত ছবি করেছে। প্রায় পঁয়তাল্লিশ বছর পর আবার তারা ছবি বানালেন।
আরও পড়ুন: মহালয়ায় সিনেমার সমাবর্তন
করোনার সময় পরিবার, পরিজন, সহ প্রতিবেশীদের অসহযোগ কীভাবে একটি পরিবারকে দুর্বিসহ অবস্থার মধ্য ফেলে দেয়, সেই কাহিনি বলতে চাইছেন পরিচালকদ্বয়। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মুখোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাস, অমিত সাহাঅহনা কর্মকার,দীপ সরকার ,জনার্দন ঘোষ প্রমুখ।