বনগাঁ: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে না, এই অভিযোগে পথ অবরোধ করলেন মহিলারা৷ সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁ সাতভাই কালিতলা এলাকার ঘটনা৷ সেখানে একটি বেসরকারি ব্যাঙ্কের সামনে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন৷ প্রায় দু’ঘণ্টা অবরোধ চলে৷ খবর পেয়ে পুলিশ আসে৷ পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে৷
অবরোধকারীদের অভিযোগ, লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাচ্ছে না৷ ব্যাঙ্কের তরফে কোনও প্রকার সাহায্য করা হচ্ছে না৷ বিক্ষোভকারীদের এক জনের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাস বুক আপডেট করা যাচ্ছে না৷ যে কোনও সময় কিছু না জানিয়ে টাকা কেটে নেওয়া হচ্ছে৷ কখনও ৫০০ টাকা, কখনও ১৫০,১০০ টাকা৷ পাস বুক আপডেট না হওয়ায় কোনও কিছুই জানতে পারছি না৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনও প্রকার সাহায্য করছে না৷ আপডেট মেশিন খারাপ বলা হচ্ছে৷ তাই পরিস্থিতির পরিবর্তনের দাবিতে আমরা অবরোধ করেছি৷
আরও পড়ুন-লাগামছাড়া পেট্রোল-ডিজেল, গাড়ি টানতে ভরসা গরুই, টুইটে কেন্দ্রকে খোঁচা শত্রুঘ্নর
ঘটনার বিষয়ে ব্যাঙ্ক ম্যানেজার রতন রায় বলেন, লক্ষ্ণীর ভাণ্ডারের টাকা কেন ঢুকছে না তা বিডিও অফিসের সঙ্গে কথা বলেছি৷ আশা করি, দ্রুত সমাধান হবে৷ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার বিষয়ে ব্যাংকের অথবা এটিএম কার্ডের চার্জ হিসাবে টাকা কাটা হয়েছে৷ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হওয়ায় ব্যাঙ্কের পুরানো পাস বুক আপডেট হচ্ছে না৷ আমরা খুব দ্রুত প্রত্যেক গ্রাহককে নতুন পাস বুক দেওয়ার ব্যবস্থা করছি৷