কেতুগ্রাম: স্বামীর পরকীয়ার রয়েছে। তার জেরে স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল । স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কেতুগ্রাম থানার পুলিশ।
ঘটনাটি কেতুগ্রামের বিল্লেশ্বর গ্রামের। পেশায় রাজমিস্ত্রি অর্জুন মাঝি প্রায় ঝগড়া করত তার স্ত্রীর সঙ্গে। এলাকাবাসী ও পরিবারের অভিযোগ অর্জুন মাঝির সঙ্গে অপর এক মহিলার সম্পর্ক ছিল। তা নিয়েই প্রায়শই ঝগড়া চলত।
ঝগড়ার মাত্রা সীমানা পেরিয়ে যাওয়ায় এর আগে দু’বার করে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তাপসী মাঝি। এরপর বুধবার অশান্তি চরমে পৌঁছালে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে।
আরও পড়ুন – ভুয়ো স্বাস্থ্য সাথী কার্ড বানিয়ে গ্রেফতার এক ব্যবসায়ী
তাপসী মাঝির মেয়ে জানিয়েছে, ‘বাবা-মায়ের ভেতর গতকাল রাত্রে ঝগড়ার আওয়াজ পেয়েছিলাম কিন্তু এতটা মারাত্মক হবে ভাবতে পারিনি।’
আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার রাতে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে সকালে মারা যায় তাপসী।
আরও পড়ুন – কয়েক কোটি তছরূপের অভিযোগে গ্রেফতার আদালতের কেরানি
এরপর অর্জুন মাঝির নামে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করে তাপসীর বাপের বাড়ির পরিবার। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। এই ঘটনায় কেতুগ্রাম থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে মৃতার স্বামী অর্জুনকে।