হাওড়া: জল সরবরাহের পাইপলাইনে বিপত্তি৷ এ কারণে আজ বৃহস্পতিবার রাত ৭টা থেকে পরিশোধিত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়ায়৷ বুধবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে হাওড়া পুরসভা কর্তৃপক্ষ৷
সূত্রের খবর, ১৫৭৫ মিমি ব্যাসার্ধের প্রধান পাইপ লাইন মেরামত করা হবে৷ এ কারণে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত পরিশোধিত পানীয় জল পরিষেবা বন্ধ রাখা হবে৷ রাতের মধ্যেই গোটা কাজ সম্পন্ন করা হয়৷ তার সমস্ত রকম প্রস্তুতিও নেওয়া হয়েছে৷ শুক্রবার সকাল থেকে আগের নিয়মে নির্দিষ্ট সময়ে আবার পুরসভার পানীয় জল পাওয়া যাবে৷