Placeholder canvas
কলকাতা বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
VK100 Test: ভাইরাল শততম টেস্টের ধন্যবাদ বিরাট বার্তা
মোহালি থেকে দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২, ০৬:৫০:৪৬ পিএম
  • / ৬০১ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

মোহালিতে শততম টেস্টটি খেলার পর বিরাট কোহলি সোশ্যাল মিডিয়াতে সকলকে ধন্যবাদ বার্তা জানিয়েছেন। আর সেইসব কথা আর ছবি দেখে মনে হয়েছে, বিরাট কোহলি এক বিরাট ক্রিকেটার। এক অন্য মনের মানুষ।

নিজের শততম টেস্টে দেশের দল বিশাল ব্যবধানে জয় পেয়েছে। তাতেই খুশি বিরাট। নিজে ৪৫ রান করেছেন। সারাক্ষণ প্রথম স্লিপে দাড়িয়ে ফিল্ডিং করেছেন। অশ্বিনের বলে সেই বোলারের ৪৩৫ তম উইকেট শিকারে তাঁর নামও রয়ে গেছে। ব্যাটারের ব্যাটের খোঁচা লেগে উইকেটকিপার পন্থের থাইয়ে লেগে বল চলে যাচ্ছিল, দ্বিতীয় স্লিপ দিতে। তীক্ষ্ণ দক্ষতায় তা ধরে নেন। অশ্বিন কৃতজ্ঞ চিত্তে বিরাটের হতে হাত মেলান। এই বিরাট নেতা থাকতে তাঁকে নিয়মিত খেলেননি বলে অভিযোগ ছিল। কিন্তু এই মোহালি টেস্টের আগে – পরে কোহলি বুঝতেই দেন নি, তিনি এই ক’দিন আগেও দলের নেতা ছিলেন।

উল্টে দেখেছি, দল ফিল্ডিং করতে নামার আগে শ্রেয়সের সঙ্গে নয়া স্টাইলে হাই ক্যাচ ধরা নিয়ে চ্যালেঞ্জের খেলায় মেতেছেন। তিনি মাটির কয়েক ইঞ্চি উপর থেকে এক হাতে ক্যাচ ধরে নিচ্ছিলেন। যা অত্যন্ত ঝুঁকির। শ্রেয়স ২-৩ বার চেষ্টা করে পারছেন না দেখে কোচ রাহুল এই লড়াই বন্ধ করতে বলেন দুজনকে।

আবার দেখেছি, তিনি নেতা নন – সহ নেতাও নন। কিন্তু আগের মত শামি বল করতে যাওয়ার আগে বিশেষ কিছু পরামর্শ দিয়ে এক দৌড়ে ফিরে গেছেন স্লিপে। নেতা রোহিত তখন কভার অঞ্চলে দাঁড়িয়ে। খেলা থমকে ছিল। দলের নয়া নেতাও কোনও বিরক্তি ছিল না।

https://twitter.com/SportzFirst/status/1500771373043499010?t=jfaSu2gm1RgFOH91ODqDcA&s=19

আরও আছে। প্রেস বক্স ছেড়ে সামনের গ্যালারীর সামনের ধাপে এসে দাঁড়িয়েছি, বিরাট কোহলি সমেত টিম ইন্ডিয়ার ফিল্ডিং করতে নামার মুহুর্ত মোবাইলে ভিডিও করার ইচ্ছায়। দল একটা হাডল করে টিম মিটিং করে মাঠে দাঁড়িয়ে। এক এক করে সকলে বেরিয়ে আসছেন। রোহিত, পন্থ, কোহলি – কেউ বাকি নেই। হঠাৎ যেন পন্থকে কিছু বলতে দেখলাম নেতা রোহিতের কানের কাছে মুখ নিয়ে। সঙ্গে সঙ্গে রোহিত কোহলিকে পরে মাঠে নামতে বলে বসলেন। কোহলি হতবাক! রোহিত ঠেলেই পাঠালেন। আর সেকেন্ডের মধ্যে গোটা দলের ক্রিকেটাররা দুটি সারিতে দাঁড়িয়ে পড়ল। মাঝে আসা যাওয়ার পথ। ততক্ষণে কোহলিও বুঝে গেছেন রোহিতের প্ল্যান কি। লাজুক হাসিতে ‘ হস্তী ‘ হয়ে ডান হাত শুঁড়ের মত কিছুটা তুলে জগিং করতে করতে মাঝের পথ ধরে মাঠে প্রবেশ করলেন শততম টেস্ট ক্লাবের নুতন এই মেম্বার। আসলে এটাই ছিল, দলের থেকে কোহলিকে গার্ড অব অনার! দেখেছি, এই পর্ব শেষ হতেই কোহলি নিজেই রোহিতের সঙ্গে হাত মিলিয়ে ধন্যবাদ জানিয়েছেন।

https://twitter.com/SportzFirst/status/1500771373043499010?t=jfaSu2gm1RgFOH91ODqDcA&s=19

অনেকে আলোচনা করেছিলেন, নেতা কোহলির মত মাঠের ভিতর আর নানান মুডে পাওয়া যাবে না তাঁকে। কোথায় কি! মোহালিতে স্লিপে দাঁড়িয়ে হাতের ইশারায় বারবার দর্শকদের উজ্জীবিত করলেন, বোলারদের জন্য আওয়াজ তুলতে। তিনি আর পন্থ জাদেজা মাঠের ধারে দর্শকদের সামনে ফিল্ডিং করতে যেতেই, হাতের ইশারায় জাদেজাকে অনুপ্রাণিত করতে বললেন। দর্শকরা সারা দিলেন। এভাবে সকলের মন জিতলেন।

https://www.instagram.com/reel/Cay_M3OjAAa/?utm_medium=copy_link

তিনদিনে ম্যাচ শেষ। চতুর্থ দিন গোটা দল বায়ো বাবলে থেকে বিশ্রামে কাটালো। আর বেলায় কোহলির টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড হোল একটি পোস্ট।

সেই ৮ সেকেন্ডের ক্লিপে আছে ম্যাচের নানান ঘটনার ছবি। আর কোহলির লেখা ধন্যবাদ বার্তা।
তাঁর পরিবার, সতীর্থ ক্রিকেটার, কোচদের, বিসিসিআইকে ধন্যবাদ জানালেন এমন এক ম্যাচে তাঁকে উদ্বুদ্ধ করার জন্য।

সঙ্গে লিখে দিয়েছেন: “এখানে পৌঁছতে এক লম্বা রাস্তা পেরিয়ে আসতে হয়েছে। প্রচুর সাফল্য আর ব্যর্থতা ছিল। অন্য কোনও পথ ধরে আসা যেত না। ভারতের পতাকা হাতে নিয়ে আমাকে সারাক্ষণ সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ।

https://www.instagram.com/reel/Cat2l-hgvS4/?utm_medium=copy_link

ছবির কোলাজ দিয়ে সাজানো ভিডিও ক্লিপ তাঁর সোশ্যাল মিডিয়া টিম ( যা অনুষ্কা শর্মা এখন দেখভাল করেন) বানিয়ে দিতেই, কোহলি আপলোড করে দেন। আর তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।

সেই সঙ্গে ভাইরাল হল, উত্তরপ্রদেশের ধরমবীরের এক ভিডিও। এই বিশেষভাবে শারারিক সক্ষম মানুষটি দেশের ক্রিকেট খেলা হলেন পৌঁছে যান মাঠে। গলা ফাঁটান দলের সমর্থনে। একসময় তাঁকে ভারতীয় দলের মাসকাট বলা হত। সেই ধরমবীর রবিবার ম্যাচ শেষে টিম বাস বেরুনোর রাস্তায় অপেক্ষা করছিলেন। বিরাট তাঁকে দেখে, বাসে ঢুকে নিজের নাম লেখা গেঞ্জি উপহার দিয়ে যান নিজে পায়ে হেঁটে। উপস্থিত থাকা সব নিরাপত্তা রক্ষীরা তা দেখে মুগ্ধ । তাঁরই বিরাটকে এগিয়ে আসতে দেখে ধরমবীরকে কিছুটা এগুতে দেন। তারপর বিরাট তা দিয়েই চলে যেতে বাধ্য হন বায়ো বাবল প্রটোকল থাকায়।

ছবি: সৌ – টুইটার; ইনস্টাগ্রাম।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় মোদির অবদান গত ১১ বছরে
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভগবান বিষ্ণু সম্পর্কে বিতর্কিত মন্তব্য প্রধান বিচারপতির!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভাদুকে আপন করে নিয়েছেন পুরুলিয়ার মেয়ে, বউরা
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
কংগ্রেস নেতার নির্বাচন বাতিল করল কর্ণাটক হাইকোর্ট!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
চালের স্বাদ-সুবাস দুইই ফিকে হচ্ছে? সঠিক পদ্ধতি মেনে ধুচ্ছেন তো?
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
বয়কটের হুমকির পর ফের মাঠের দিকে রওনা দিল পাক ক্রিকেটাররা!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
চিকিৎসায় গাফিলতির অভিযোগ! রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চাঁচলের নার্সিংহোমে
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
আইসিসির সেরা হলেন বরুণ, স্মৃতি, শীর্ষে অভিষেক, হার্দিকও
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
আজব অভিযোগ এনে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুমকি খালিস্তানিদের!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
হাইকোর্টের চাপ, মুখ্যসচিবের রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি, কী জানাল হাইকোর্ট?
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ভারতীয় সেনার হাতে আসছে নতুন অ্যাটাক হেলিকপ্টার!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ছোটা রাজনের জামিন মামলায় কী বলল সুপ্রিম কোর্ট?
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
প্রকাশ্যে ‘রক্তবীজ ২’-এর ট্রেলার, দেখে নিন ঝলক
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
মোদি জমানায় উপজাতিদের জন্য বেড়েছে আর্থিক বরাদ্দ!
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সর্বনাশী চিনামাঞ্জা! কল্যাণী এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল প্রাক্তন সেনাকর্মীর
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team