আইপিএল কি টি-টোয়েন্টি বিশ্বকাপের জাতীয় দলগঠনের মাপকাঠি হতে পারে? সত্যি যদি তা হয়, তাহলে বিরাট কাহলি আর রোহিত শর্মার কি হবে? বেজায় চিন্তার ব্যাপার। এই দুই তারকা ক্রিকেটার চূড়ান্ত ব্যর্থ। জাতীয় নির্বাচকরা আইপিএলের ফর্মে দেখেই আসন্ন টি২০ বিশ্বকাপের স্কোয়াড বেছে নেওয়ার চিন্তা-ভাবনা। পারফরম্যান্স যদি মাপকাঠি হয়, কিভাবে দলে জায়গা হবে- এসব নিয়েই বেকায়দায় তাঁরা। এমন হলে তো বাদ পরতে হবে স্বয়ং কোহলি। সবধরনের ক্রিকেটে একশোটি ম্যাচ চলে গেছে, ভারতের আধুনিক রান মেশিনে বিরাটের ব্যাটে তিন অংকের রান নেই।
সত্যি খারাপ ফর্ম চলেছে কোহলির। তিন ফরম্যাটের ক্রিকেটেই রান খরা।প্রায় তিন বছর ধরে এমন হাল। তবে চলতি আইপিএল যেন সব ব্যর্থতার সীমা ছড়িয়ে যাচ্ছে। ৯টি ম্যাচ খেলার পরে কোহলির রান- ১২৮। গড়: ১৬! এমন শোচনীয় ফর্ম দেখানোর পর জাতীয় দলে জায়গা বিরাটকে দেওয়া হল প্রশ্ন উঠবে, কোহলি বলেই কি নিয়ম বদলানো হচ্ছে? আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না দিলেও তো তুমুল শোতগোল হবে। তাই বেশ ফাঁপরে পড়ে গেছেন জাতীয় নির্বাচকরা।
Is Virat Kohli 'finished' in T20I format? Can he secure his place for T20I WC 2022?#ViratKohli #TATAIPL #IPL2022 #HarshalPatel #GTvsSRH https://t.co/JsCYUu5mEA
— True Scoop (@TrueScoopNews) April 27, 2022
একই অবস্থা জাতীয় দলের নেতা রোহিত শর্মার। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের এবার হারের পর হার। একটা হাফ সেঞ্চুরি পর্যন্ত নেই রোহিতের।
বেচায় বেসামাল কিন্তু বিরাট। তাঁর আত্মবিশ্বাস যে একদম তলানিতে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। যেসব বলে কোহলি একের পর এক ম্যাচে আউট হচ্ছেন, এবং তাঁর পর কোহলির দায়সারা বডি ল্যাঙ্গুয়েজ, সব মিলিয়ে যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এক টানা এমন খারাপ ফর্ম কাটিয়ে ছন্দে ফিরতে কোহলি জাতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী, সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ব্যাটিং কোচ ব্রায়ান লারার পরামর্শও নিয়েছিলেন। আগেরদিন রাজস্থান ম্যাচে ওপেনও করতে দেখা গিয়েছে বিরাটকে। তাও কাজে আসেনি। অশ্বিন-কুলদীপ সেনদের বিরুদ্ধে কোহলির করতে পারলেন মাত্র ৯ রান। টানা দু-ম্যাচ প্রথম বলে আউট হওয়ার পরে তিনি যে এই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ হ্যাটট্রিক আটকেছেন, সেটাই নাকি অনেক কৃতিত্বের—এমনটাও সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে।
It is no secret that #IPL2022 has seen #ViratKohli struggle to get runs consistently for #royalchallengersbangalore (#RCB). In nine matches, #Kohli had amassed just 128 runs at an average of 16 and strike rate of 119.62. @IPL @imVkohli @RaviShastriOfc https://t.co/Eh5uIE7ieq
— The Newsmen (@the_newsmen) April 27, 2022
রবি শাস্ত্রী তাই পরামর্শ দিয়েছেন, আইপিএলের বাকি ম্যাচ না খেলে ক্রিকেট থেকে নিজেকা সরিয়ে রাখতে। বোর্ডের একটি সূত্র জানাচ্ছে – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের দল এখনও ঘোষিত হয়নি। আহমেদাবাদে আইপিএল প্লে অফ চলাকালীন জাতীয় নির্বাচকরা সেই সিরিজের দল ঘোষণা করতে পারেন। এমন সম্ভবনা রয়েছে। প্রোটিয়াজ সিরিজে কোহলিকে তানা বিশ্রাম দেওয়া হতে পারে। নেতা রোহিতের সেই হাল হয় কিনা তাই দেখার।
ছবি: সৌ টুইটার।