সাগর: প্রাকৃতিক বিপর্যয় যেন বাংলার পিছু ছাড়ছে না। একেই করোনায় ঘায়েল রাজ্যবাসী। আমফানের ক্ষত শুকোনোর আগেই ইয়াসের দাপট। আফটার শকের মতো একের পর এক টর্নেডো। আচমকা তার হানায় রীতিমতো আতঙ্কে রাজ্যের বাসিন্দারা।
সোমবার সকালে ফের টর্নেডোর হানা রাজ্যে। এবার ঘটনাস্থল গঙ্গাসাগরের কপিলমুনি সংলগ্ন এলাকা। মাত্র দেড় মিনিট ধরে চলা এই ঝড়ে লন্ডভন্ড এলাকা। সাগর পঞ্চায়েত সমিতির কটেজের টিনের চাল উড়ে গিয়েছে। পাশাপাশি কটেজের সামনে থাকা তিন-চারটি দোকানেরও বেশ ক্ষতি হয়েছে।
টর্নেডোর হানায় ক্ষতিগ্রস্থ আশ্রমের বাইরের অংশ৷ নিজস্ব চিত্র৷
রবিবার মধ্যরাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণ ২৪ পরগনায়। সোমবারও টানা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট ছিল। স্থানীয় সূত্রে খবর, আচমকা আশ্রম সংলগ্ন এলাকায় টর্নেডো ঝড় উঠতে শুরু করে। এর জেরে একাধিক গাছ উপড়ে ভেঙে পড়েছে। আশ্রম সংলগ্ন বেশ কিছু কটেজও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্রুত পরিস্থিতি মোকাবিলায় তৎপর স্থানীয় প্রশাসন৷