পূর্ব বর্ধমান: কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে বরাদ্দ এলপিজি গ্যাস দেওয়া হচ্ছে অর্থের বিনিময়ে। এমনই অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল রায়নার নতু গ্রামে।
শক্তিগড় এলাকার এক গ্যাস বিতরণ সংস্থার কর্মীরা গ্রাহকদের কাছ থেকে মোটা টাকা নিয়ে তবেই সংযোগ দিচ্ছে। আগাম অর্থ নিয়ে সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। রবিবার ওই সংস্থার তিন কর্মী গ্রাহকদের কাছে ফিঙ্গার প্রিন্ট নিতে এসে টাকা নেয় বলে অভিযোগ।
আরও পড়ুন- যুবকের কান কামড়ে ছিঁড়ে নিল প্রতিবেশী, তারপর…
এরপরেই ক্ষোভে ফেটে পরে তাঁদের ঘেরাও করে রাখেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ যেখানে সরকার সম্পূর্ণ বিনামূল্যে গরীব মানুষদের গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেছে। সেখানে কিভাবে টাকা নিতে পারে ওই সংস্থা।
আরও পড়ুন- চা বাগান শ্রমিকদের বেতনের টাকা উদ্ধার, গ্রেফতার পাঁচ জন
গ্রামবাসীর অভিযোগ, ৩০০ থেকে ১৫০০টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখার পর শেষমেষ গ্রামবাসীরা রায়না থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।