আউসগ্রাম : দেবসালা পঞ্চায়েতের প্রধানের ছেলে চঞ্চল বকশি খুন। উত্তেজনা আউসগ্রামে। অভিযোগ, আউসগ্রামের প্রাক্তন যুব সভাপতি চঞ্চল বকশির উপর জঙ্গলের রাস্তায় প্রায় পাঁচ জন আততায়ী রাস্তা আটকে গুলি চালায়।
অভিযোগ, আউসগ্রামের দেবসালা পঞ্চায়েতের প্রধান শ্যামল বকসি ও তাঁর ছেলে চঞ্চল বকসি মঙ্গলবার দুপুরে মোটরবাইকে চেপে গেরাই গ্রাম থেকে দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন। আনুমানিক দুপুর ৩টে নাগাদ জঙ্গলের রাস্তার মাঝখানে প্রায় পাঁচ জন আততায়ী তাঁদের রাস্তা আটকে দাঁড়িয়ে পরে।
আরও পড়ুন – মা-ছেলেকে খুন করে ঘরময় দাপিয়ে বেড়ায় খুনি, কারণ জানতে ফের ঘটনাস্থলে হোমিসাইড
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র জামতারায়
অভিযোগ আততায়ীরা পরপর ৫ রাউন্ড গুলি চালায়। চঞ্চলের পিঠে, বগলে ও পেটে ৩টি গুলি লাগে। গেরাই অঞ্চলের গ্রামবাসীরা তাঁকে নিয়ে আসে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র জামতারায়। যদিও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাস্থলে পুলিশ
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।