নয়াদিল্লি: সিবিআই(CBI), ইডি(ED) প্রধানদের মেয়াদ বৃদ্ধি নিয়ে আগেই সরব হয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস(TMC)৷ এবার তারা রেজিলিউশন(প্রস্তাব) আনল রাজ্যসভায়(RajyaSabha)৷ সোমবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে উদ্ধযত করে এমন খবর প্রকাশ করা হয়েছে ৷ তৃণমূলের সঙ্গে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলও সঙ্গ দেওয়ার সম্ভাবনা রয়েছে৷
তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু এ বিষয়ে ফেসবুকে লিখেছেন, ‘বিরোধীদের জব্দ করার কাজ অব্যাহত রাখতে মোদি সরকার ‘বিশ্বস্ত’ ইডি ও সিবিআই ডিরেক্টরদের কার্যকালের মেয়াদ ২ থেকে ৫ বছর করে দিল। ক’দিন পরেই সংসদের শীতকালীন অধিবেশন। তর সইলো না। কারণ, ইডি ডিরেক্টর সঞ্জয় মিশ্রের মেয়াদ বৃদ্ধি হবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। তাই অর্ডিনান্স৷’
https://www.facebook.com/100376274686125/posts/718939382829808/?sfnsn=wiwspmo
রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাক্ষর করা অধ্যাদেশ এনে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধানদের মেয়াদ বাড়ায় কেন্দ্র৷ নতুন নিয়ম অনুযায়ী, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই প্রধানরা ওই পদে পাঁচ বছর পর্যন্ত বহাল থাকতে পারবেন৷ এতদিন এই মেয়াদ ছিল দু’বছর পর্যন্ত৷ রবিবার অধ্যাদেশটি এনেছে মোদি সরকার৷ সোমবারের গেজেট নোটিফিকেশনে এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (গবেষণা ও বিশ্লেষণ শাখা) প্রধানদের বর্তমান মেয়াদের থেকে আরও দু’বছর মেয়াদ বাড়ানো হয়েছে৷ এর ফলে দু’বছরের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর ফের সিবিআই এবং ইডি প্রধানদের মেয়াদ আরও তিন বছর পর্যন্ত বাড়াতে পারবে কেন্দ্র৷
Two brazen Ordinances extend ED and CBI Director terms from 2?? to 5 years ?????#Parliament Winter Session begins two weeks from now. Be rest assured, Opposition parties will do all it takes to stop India from turning into an elected autocracy
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) November 15, 2021
How Modi-Shah’s BJP mock #Parliament and shamelessly use Ordinances. (See Chart)
Same stunt repeated today to keep their pet parrots ??in ED and CBI. pic.twitter.com/Tp6j6a0kM3
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) November 14, 2021
এই অধ্যাদেশের বিরুদ্ধে আগেই সরব হয়েছিল তৃণমূল৷ আপত্তিও তোলা হয়েছিল৷ কেন মেয়াদ বৃদ্ধিতে তাড়াহুড়ো করা হল তা নিয়ে কেন্দ্রকে প্রশ্ন বিদ্ধ করেছিল তৃণমূল৷ এরপর সোমবার দুটি আলাদা আলাদা রেজিলিউশন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
TMC MP @derekobrienmp moves statutory resolution in Rajya Sabha against the ordinances through which tenure of CBI Director and ED Director extended upto five years.
Sources say more opposition parties to follow suit.— Arvind Gunasekar (@arvindgunasekar) November 15, 2021
তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন রবিবারই টুইটে লিখেছিলেন, ‘দুটি নির্লজ্জ অধ্যাদেশ এনে ইডি এবং সিবিআই ডিরেক্টরের মেয়াদ ২ থেকে ৫ বছর বাড়ানো হয়েছে ৷ সংসদের শীতকালীন অধিবেশন এখন থেকে দুই সপ্তাহ পর শুরু হচ্ছে। নিশ্চিন্ত থাকুন৷ বিরোধী দলগুলি ভারতকে নির্বাচিত স্বৈরাচারে পরিণত হওয়া বন্ধ করার জন্য যা যা করা দরকার তা করবে৷’