পূর্ব বর্ধমান: ১৬ অগস্ট সোমবার তৃণমূলের খেলা দিবস৷ সেই দিবস উদযাপন ঘিরে বিতর্ক ছড়াল পূর্ব বর্ধমানের আউশগ্রামে।
আরও পড়ুন- এজেন্টদের কর্মবিরতির ডাক, পেট্রাপোলে বন্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য
“খেলা হবে”-র অনুষ্ঠানে সোমবার আউশগ্রামের ভাল্কী পঞ্চায়েতের রানীগঞ্জে ভাল্কী অঞ্চলে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় চিয়ার লিডারদের দিয়ে নাচানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ছোট পোশাক পরে চিয়ার লিডাররা নাচেন। এ কারণে, খেলা বাদ দিয়ে দর্শকরা নাচ দেখতে মনোযোগ দেয়। যা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে৷
আরও পড়ুন- “এক ব্যক্তি এক পদ’’ নীতিতে বড় রদবদল, সরলেন সুদীপ-জ্যোতিপ্রিয়-মহুয়ারা
এব্যাপারে অঞ্চল তৃণমূল সভাপতি অরূপ মির্ধা বলেন, গ্রামের মানুষকে বিনোদন দিতেই চিয়ার লিডার আনা হয়। করোনা বিধি মেনেই সব আয়োজন হয়েছে৷
আরও পড়ুন- উজবেকিস্তানে ভেঙে পড়ল আফগান সামরিক বিমান
১৬ অগস্ট রাজ্যে খেলা হবে দিবস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দিন কয়েক আগেই। হিন্দু সমাজের প্রতিনিধিদের দাবি দিনটিকে তাঁরা বিশেষভাবে পালন করে থাকেন। তাই রাজ্য়পাল যেন তাঁদের এাসিদে মুখ্যমন্ত্রী কাছে পৌঁছিয়ে দেন। ১৬ অগস্টের বদলে যেন অন্য় যে কোনও দিন ‘খেলা হবে দিবস’ পালন করা হয়। এ বিষয়ে সনাতন হিন্দু সমাজের এক সন্ন্যাসী জানিয়েছেন, ‘আগামী ১৬ অগস্ট খেলা হবে দিনটিকে পরিবর্তন করা হোক। ইতিহাসের পাতায় দিনটি একটি রক্তাক্ত দিন। এজন্য আমরা জাগদীপ ধনকার এর কাছে আর্জি জানিয়েছি। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জানাবেন’।