শিলিগুড়ি: শিলিগুড়ি-দার্জিলিং যোগাযোগ শনিবারও বন্ধ। একটানা বৃষ্টির জেরে শুক্রবার ধস নামে তিনধারিয়ার কাছে গৈরিগাঁওতে। ৪০ মিটার রাস্তা সম্পূর্ণ ধসে যায়। সেই রাস্তা মেরামতির কাজ শেষ হয়নি। তাই শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার প্রধান জাতীয় সড়ক বন্ধ। আপাতত ঘুরপথেই গাড়ি যাতায়াত করছে। প্রশাসনের আধিকারিকরা দ্রুত এই রাস্তা সারানোর আশ্বাস দিয়েছেন। কিন্তু কবে সেই কাজ শেষ হবে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।
উত্তরবঙ্গে গত বেশ কিছু দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকালে বৃষ্টির জেরে তিনধারিয়ার দার্জিলিংগামী সড়কে ধস নামে। এই সড়কটি ৫৫ নম্বর জাতীয় সড়কের অধীন। শিলিগুড়ির সঙ্গে পাহাড়ের যোগাযোগের জন্য এই রাস্তাটি সব থেকে বেশি ব্যবহার করা হয়। কিন্তু আপাতত কিছু দিনের জন্য এই রাস্তা বন্ধ থাকবে বলে জানিয়েছেন আধিকারিকরা। ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা খতিয়ে দেখতে তিনধারিয়ায় ইঞ্জিনিয়ারদের পাঠানো হয়। রাস্তার বেশ কিছু অংশ ভেঙে খাদে নেমে গিয়েছে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা। ধস সরিয়ে রাস্তা মেরামতির কাজ শুরু হলেও তা শেষ করতে আরও কয়েক দিন লাগবে। তাই শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে হলে ঘুরপথে রোহিণী হয়ে পৌঁছতে হচ্ছে।
ধসের কারণে টয়ট্রেনের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ এই টয়ট্রেন। লকডাউন উঠে গেলে এই টয়ট্রেন চালু হওয়ার কথা ছিল। কিন্তু ধসের ফলে লাইনের অনেক জায়গা ভেঙে গিয়েছে।