বাঁকুড়া: বড়সড় চক্রের পর্দাফাঁস হল বাঁকুড়ায়। বিভিন্ন ব্যক্তির ভুয়ো নথি দিয়ে সিম তোলা হত। সেই সিম দিয়েই খোলা হত ই ওয়ালেট। তাতেই রাখা হত সাইবার প্রতারকদের টাকা। ভুয়ো নথির ভিত্তিতে তোলা প্রায় ন’ হাজার সিম কার্ড, দশ হাজারের বেশি ই-ওয়ালেট সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তদের সঙ্গে জামতাড়া গ্যাঙের যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- কলকাতা পুরসভায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ১
পুলিশ জানিয়েছে, কোতুলপুর এলাকার সিম কার্ড ব্যবসায়ী রামপ্রসাদ দিগরের কাছ থেকে একসঙ্গে হাজার হাজার প্রি আক্টিভেটেড সিম কার্ড কিনত বাঁকুড়ার ধবগ্রামের বাসিন্দা অভিষেক মন্ডল। প্রতিটি সিমের জন্য কাস্টমার আপ্লিকেশান ফর্মে ভুয়ো নাম, ঠিকানা দিয়ে সেগুলি আক্টিভেট করা হত। এরপর ওই প্রতিটি সিম কার্ডের ভিত্তিতে একটি করে ই ওয়ালেট খোলা হত। এরপর ওই ই -ওয়ালেটের পাসওয়ার্ড মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হত দেশ জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন সাইবার প্রতারক গোষ্ঠীকে।
আরও পড়ুন- ভুয়ো কল সেন্টার খুলে কোটি টাকার জালিয়াতি, গ্রেফতার ১০
এই প্রতারক গোষ্ঠীর সাথে অভিষেক মন্ডল যোগাযোগ রাখত টেলিগ্রাম নামক একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশানের মাধ্যমে। ই-ওয়ালেট বিক্রি করার টাকা অভিষেক বিনিয়োগ করেছিল ক্রিপ্টো কারেন্সিতে। এজন্য একাধিক ক্রিপ্টো ওয়ালেটও তৈরী করা হয়েছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন- সেনায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, আর্মি স্টিকার সাঁটানো গাড়িসহ আটক দুই
পুলিশ তদন্তে নেমে মোট ৬ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে বহু ভুয়ো নথি উদ্ধারের পাশাপাশি ৮২৮২ টি ভুয়ো প্রি আক্টিভেটেড সিম, ৭ টি বিভিন্ন ব্যাঙ্কের পাসবই, ২৩ টি মোবাইল, ১ টি ল্যাপটপ, একটি ডেস্কটপ, ১ টি ক্যামেরা ও ১ লক্ষ ১৫ হাজার নগদ টাকা ও ১৫ টি ডেবিট কার্ড উদ্ধার করেছে। এছাড়াও দশ হাজারের বেশি ভুয়ো ই ওয়ালেটের হদিশ পাওয়া গিয়েছে।
Acting on a source information, Bankura PS arrested six persons and seized more than 8 thousand SIM cards, 15 ATM cards, huge forged documents, 23 mobile phones, routers, cash in lacs etc. for running racket of issuing SIM cards.#WestBengalPolice #WBP #ToServeAndProtect pic.twitter.com/JXo2YcFMvP
— West Bengal Police (@WBPolice) August 11, 2021
গত দু বছরের বেশি সময় ধরে আনুমানিক ৪০ থেকে ৫০ লক্ষ টাকা প্রতারণা করেছে এই চক্রটি। এই চক্রের সাথে দেশের বিভিন্ন প্রান্তের একাধিক বড় প্রতারক চক্রের যোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।