বীরভূম: বীরভূমের অখ্যাত গ্রাম পাপুড়ি এখন সংবাদের শিরোনামে। টিকাকরণের টার্গেটে এ রাজ্যের দৃষ্টান্ত। গ্রামের সব মানুষ আগামী এক সপ্তাহের মধ্যে কোভিড প্রতিষেধক টিকা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের মধ্যে যা প্রথম।
নানুরের চারকলগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে পাপুড়ি। গ্রামের ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত নাগরিকের কোভিড ভ্যাক্সিন নিশ্চিত করা হয়েছে৷ ইতিমধ্যে গ্রামের ৯০ শতাংশ মানুষকেই ভ্যাক্সিন দেওয়া হয়েছে। বাকি ১০ শতাংশের টিকাকরণ চলতি সপ্তাহেই হয়ে যাবে বলে দাবি করেছেন এলাকার তৃণমূল নেতা কাজল শেখ৷
টিকাকরণের কাজ সম্পূর্ণ হলে পাপুড়ি গ্রামে ঢোকার দু’টি মুখে বা এন্ট্রি পয়েন্টে স্যানিটাইজ টানেল বসানো হবে৷ যাতে এই গ্রাম কোভিড ভাইরাস থেকে পুরোপুরি সুরক্ষিত থাকতে পারে।
এই গ্রামের বেশ কয়েকজন মানুষ এখনও কর্মসূত্রে বাইরে৷ ঠিক হয়েছে তাঁদেরও গ্রামে এনে ভ্যাক্সিন দেওয়া হবে। এমনকি, যাঁরা বাইরে থেকে আসবেন তাঁদের ১৪ দিন আইসোলেশনে রাখার ব্যবস্থাও করা হয়েছে। এই উদ্যোগের জন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকেই। স্তরের মানুষজন।
করোনা আবহে ২০২০ সালে লকডাউনের প্রথম থেকে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ায় এলাকার তৃণমূল। মানুষজনের খাদ্য সংকট মেটাতে বিনামূল্যে খাদ্য সামগ্রীর বাজার খোলা হয়। ব্যবস্থায় ছিলেন কাজল শেখ৷