ধুপগুড়ি: মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছিল এক মাস আগে। এবার মায়ের অস্বাভাবিক মৃত্যু। ধুপগুড়ি ব্লকের খলাইগ্রামের ঘটনা। বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন – রাতের অন্ধকারে মাথা থেঁতলে খুনের চেষ্টা, শহরে স্টোনম্যান আতঙ্ক
এক মাস আগের ঘটনা। জোর করে গ্রামের এক নাবালিকাকে মদ খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ। এরপর তাকে বিবস্ত্র করে তোলা হয়েছিল ভিডিও। এরপর তা ভাইরাল করে দেওয়া হয়। পুলিশে অভিযোগ দায়ের করা হলে গ্রেফতার করাহয় দুই অভিযুক্তকে। বুধবার ওই নাবালিকার মায়ের মৃতদেহ উদ্ধার হল বাড়ি থেকে কিছুটা দূরে, একটি পুকুর থেকে। মৃতের নাম কবিতা বাসফোর। বয়স একচল্লিশ।
অভিযোগ, এলাকার পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামী প্রথমে জোর করে মদ খাওয়ায় হয় ওই নাবালিকাকে। এরপর চলে মারধর। পরে নাবালিকাকে বিবস্ত্র করে ভিডিও তুলে তা সোশাল মাধ্য়মে ছড়িয়ে দেওয়া। ভিডিও দেখে সন্দেহ হওয়ায় কিশোরীকে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। কয়েকদিন দিন পর গোটা ঘটনা জানাজানি হতে অভিযোগ দায়ের করা হয় ধুপগুড়ি থানায়। ঘটনায় পুলিশ গ্রেফতার করে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামীকে।
আরও পড়ুন – ধর্ষণের ঘটনা ডিডিও করে কিশোরীকে ব্ল্যাকমেল
এই ঘটনার প্রায় একমাস পর বুধবার বিকেলে নাবালিকার মায়ের দেহ উদ্ধার হযওয়ার পর এলাকায় চাঞ্চল্য় ছড়িয়েছে। মহিলার এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।