দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার মূল্যায়ন হবে কীভাবে, তা শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে এক বিবৃতিতে বিস্তারিত জানানো হল। প্রথমে জেনে নেওয়া যাক, কীভাবে হবে মাধ্যমিকের মূল্যায়ন। পর্ষদ জানিয়েছে, নবম ও দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষার ফল এক্ষেত্রে দেখা হবে। তবে এখানে ৫০%-৫০% হারে নম্বর যোগ হবে অর্থাৎ, নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা থেকে প্রাপ্ত ৫০% এবং দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষায় প্রাপ্ত ৫০% , এবং সেই সঙ্গে দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষার অ্যাসেসমেন্ট থেকে ৫০ নম্বর নিয়ে হবে দশম শ্রেণির পড়ুয়াদের চূড়ান্ত মূল্যায়ন।
আরও পড়ুন : বিশ্বভারতীতে হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক
দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে সংসদ সভাপতি মহুয়া দাস বলেন, ২০১৯ সালের মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যে ৪টি বিষয়ে সর্বোচ্চ নম্বর আসবে, সেখান থেকে ৪০ শতাংশ, এবং সেই সঙ্গে যোগ হবে ২০২০ সালের একাদশ শ্রেণির বার্ষিক লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ৬০ শতাংশ। এর সঙ্গে দ্বাদশ শ্রেণিতে ক্লাসে যে ২০ নম্বরের প্রজেক্ট দেওয়া হত এবং ৩০ নম্বরের প্র্যাক্টিকাল থাকত, তার গড় হিসাব করে দ্বাদশ শ্রেণির মূল্যায়ন করা হবে।
তবে এই দশম ও দ্বাদশ শ্রেণির মূল্যায়ন পদ্ধতিতে যদি কোনও পরীক্ষার্থী সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। তখন শুধুমাত্র সেই লিখিত পরীক্ষা থেকে প্রাপ্ত নম্বর গণ্য হবে। পর্ষদের তরফে বলা হয়েছে, আগামী জুলাই মাসেই হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ এবং ২৩ জুনের মধ্যে স্কুলগুলিতে জমা পড়বে নম্বর।