কোচবিহার: ‘যার বিরুদ্ধে ডাকাতির মামলা, সে মোদির মন্ত্রিসভায়’, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন তৃণমূল নেতা উদয়ন গুহ। তিনি বলেন ‘যার বিরুদ্ধে ডাকাতির মামলা, যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানান রকম প্রশ্ন এবং আদৌ কী তিনি রাজবংশী? যার বিরুদ্ধে এত রকম জিজ্ঞাসা তাঁকে নিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভাকে সাজালেন।’
কেন্দ্রীয় মন্ত্রিসভায় শপথ নেওয়ার দিনও এই বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন শিবিরের কোচবিহার জেলার সভাপতি তথা কোচবিহারেরই প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। বুধবার কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ নেওয়ার পরে আবারও এই বিষয় নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল নেতা উদয়ন গুহ।
তিনি বলেন, ‘নিজের শিক্ষাগত যোগ্যতা ব্যাপারে এক এক জায়গায় একেক রকম দিচ্ছেন। নমিনেশন ফাইল করেছেন সেখানে বলেছেন মাধ্যমিক পাস। আবার পার্লামেন্টে দিয়েছেন বিবিএ। রাজনৈতিক নেতা নিজেই ঘোষণা করছেন যে ২০০৯ সালে তাঁর বিরুদ্ধে আলিপুরদুয়ারে সোনার দোকানে ডাকাতির মামলা রয়েছে। আমরা যারা রাজনীতি করি আমাদের বিরুদ্ধে নানান রকম মামলা রয়েছে। ২০০৯ সালে নিশীথ প্রামাণিক বলে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এটা আমরা কেউ জানতাম না। তাহলে এটা বলা যাবে না যে রাজনৈতিক অভিসন্ধি নিয়ে তাঁর বিরুদ্ধে সোনার দোকানে ডাকাতির মামলা হয়েছে। যার বিরুদ্ধে ডাকাতির মামলা, যার শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানান রকম প্রশ্ন। তাছাড়া রাজবংশী সম্প্রদায়ের মানুষের প্রশ্ন আদৌ কি তিনি রাজবংশী? যার বিরুদ্ধে এত রকম জিজ্ঞাসা তাঁকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী নিজের মন্ত্রিসভাকে সাজালেন।’