বর্ধমান: গুসকরা পুরসভার এক অস্থায়ী কর্মীর কান কামড়ে ছিঁড়ে নিল প্রতিবেশী। এই অভিযোগে রীতিমতো ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুসকরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা ওই আহত ব্যক্তির নাম রাজা মাজি। বয়স ৩৮ বছর। আহত ব্যক্তি ইতিমধ্যেই অভিযুক্ত প্রতিবেশী বুলান সরকারের(২৭) নামে গুসকরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েছেন।
আরও পড়ুন- বাঙ্গুরে বৃদ্ধা খুনের কিনারা, মির্জাপুর থেকে গ্রেফতার অভিযুক্ত
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। রাজা জানান, তিনি তখন বাড়ির কাছে ক্লাবে বন্ধুদের সঙ্গে তাস খেলছিলেন। রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে প্রতিবেশী বুলান তাঁর মা ও বোনের সঙ্গে ঝামেলা করছিল। মা বোনের গায়েও হাত তুলছিল। সেই সময় ঝগড়া অশান্তি থামাতে যায় রাজা।
আরও পড়ুন-চা বাগান শ্রমিকদের বেতনের টাকা উদ্ধার, গ্রেফতার পাঁচ জন
অভিযোগ বুলান নামের ২৭ বছরের ওই প্রতিবেশী মারধরের করে রাজাকে। এমনকি বুলান সরকার পুরকর্মী রাজার কান কামড়েও ছিঁড়ে নেয়। রাজা মাজি বলেন, ‘আমাকে খুন করার চেষ্টা করছিল ওই যুবক।’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সন্ধান চালানো হচ্ছে অভিযুক্তের।