দাঁতন: বিজেপির কর্মীদের অভিযোগের ভিত্তিতে দাঁতন এলাকায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। বাড়ি ফেরানো হল ঘরছাড়া বিজেপি কর্মীদের।
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ও মোহনপুর পরিদর্শনে এসে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা ঘুরে দেখলেন বিভিন্ন এলাকায়। ভোট-পরবর্তী হিংসার ঘটনায় নিয়ে আক্রান্ত ও ঘরছাড়া বিজেপি কর্মীদের কথা শোনেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। কথা বলেন দাঁতন থানার পুলিস আধিকারিকদের সঙ্গে ।
জানা গিয়েছে, এদিন দুপুরে ঘরছাড়া বিজেপি কর্মীদের প্রথমে দাঁতন থানাইয় ডাকা হয়। থানায় প্রতিটি বিজেপি কর্মীদের অভিযোগ শোনেন মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। তারপর ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে পুলিস আধিকারিক সহ মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা জেনকাপুর ও ষড়রং এলাকার বিজেপি কর্মীদের বাড়ি পৌঁছে দেন।
এদিনের এই বাড়ি ফেরা নিয়ে ঘরছাড়া এক বিজেপি নেতা বিমল মাইতি বলেন, আমরা হাইকোর্টে এবং হিউম্যান রাইটসে অভিযোগ করেছিলাম। তারা আজকে আমাদের ঘরে ফেরানর ব্যাবস্থা। আমি বিজেপি করি তাই আমাদের ঘর ছাড়া হতে হয়েছিল । আমি বাইরে থাকাকালীন আমার নামে নানান কেস দেওয়া হয়। টিএমসি নেতারা কয়েকদিন আগেও এসে বাড়িতে ধমক দিয়ে যায় বলেও তিনি বলেন।
অন্যদিকে,তৃণমূল নেতা জেলা পরিষদের সহ-সভাধিপতি পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন, মানব অধিকার কমিশন একটা গুরুত্বপূর্ণ জায়গা। বিজেপি ডমিনেটেড সরকার মানবাধিকার কমিশনকে যেভাবে হাস্য পদে পৌঁছে দিয়েছেন আমি বলতে বাধ্য হচ্ছি লোকেরা দুধে জল দেয়। এরা জলে দুধ মেশাচ্ছে। আমাদের এই জেলায় কোথাও মানুষেরা ঘরছাড়া নেই এটা একটা সাজানো ঘটনা। তবে এই বিষয় নিয়ে জাতীয় মানবাধিকার প্রতিনিধিদের প্রশ্ন করা হলে তারা সংবাদমাধ্যমের সামনে কোন মুখ খুলতে চায়নি।
আর পড়ুন Plants in Lunar Soil: চাঁদের ধুলোপাথরে কীভাবে জন্মাল সবুজ চারাগাছ? খোঁজ নিল কলকাতা টিভি ডিজিটাল