বেড়েই চলেছে পেট্রলের দাম। তার জেরেই ভাড়া বাড়ানোর দাবি করেছে বাস সংগঠন। তবে, ভাড়া বাড়াতে নারাজ রাজ্য সরকার। সেই কারণে গড়ায়নি বাসের চাকা। এবার পেট্রোল-ডিজেলের মূল্য-বৃদ্ধির প্রভাব পড়ল জলপথেও।
বসিরহাটে মহাকুমার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ,হাড়োয়া, মিনাখাঁ ইত্যাদি সুন্দরবন লাগোয়া ব্লকগুলির একমাত্র যাতায়াত ও যোগাযোগের মাধ্যম জলপথে। রায়মঙ্গল সাহেব খালি, ছোট কলাগাছ, ইচ্ছামতী,বিদ্যাধরী, ডাসা, গৌড়েশ্বর নদীর জলপথ এলাকাবাসীর একমাত্র পরিবহন ব্যবস্থা। স্বাস্থ্য-চিকিৎসা বিদ্যুৎ পানীয় জল সহ একাধিক জরুরী পরিষেবার জন্যও তাঁদের ভরসা করতে হয় নদী পথের উপর।
এই জলপথের যাতায়াতের জন্য ব্যবহার করা হয় যন্ত্রচালিত নৌকা। পেট্রোল, ডিজেলের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ডিজেলের দাম বাড়ার কারণে নৌকা চালাতে অসুবিধা হচ্ছে মাঝিদের। অন্যদিকে এলাকার বাসিন্দাদের করোনার প্রকোপে টান পড়েছে রোজগারে। তাই বাড়ানো যাচ্ছে না ভাড়া। ফলে সৃষ্টি হয়েছে সমস্যার।