ফের ধূপগুড়িতে ধর্ষণের ঘটনা। শুধুমাত্রও ধর্ষণই নয়। ধর্ষণের ভিডিও দিয়ে একাধিকবার ব্ল্যাক মেলও করে ধর্ষণ করা হয় ওই কিশোরীকে। ধুপগুড়ির এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
আরও পড়ুন দেশের মধ্যে বিমান চলাচলে বাড়ছে যাত্রী সংখ্যা
পুলিশসূত্রে খবর, ধূপগুড়ির বাসিন্দা ওই কিশোরী। মাস দু এক আগে প্রতিবেশী এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। শুরু হয় যাতায়াত। বিষয়টি বাড়ির লোকের নজরে এলে ওই যুবককে ডেকে পাঠান কিশোরীর পরিবারের লোকজন। সেখানেই তাকে বল পূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ কিশোরীর পরিবারের । পাশাপাশি তাঁরা জানায় যে ধর্ষণের সময় সেই মুহূর্তের ছবি ভিডিও করে রাখে অভিযুক্ত যুবক। এবং সেটা দেখিয়েই তাঁকে মাঝে মধ্যেই ব্ল্যাকমেল করে ধর্ষণ করা হত। দীর্ঘদিন ধরেই চলছিল এই অত্যাচার। সোমবার ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও পড়ুন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার জন্য এবার ‘ভ্যাকসিন অন বোট’
ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। অভিযুক্ত যুবক সহ আরও দুই জনের বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্তে নেমেছে ধূপগুড়ি থানার পুলিশ।
আরও পড়ুন রাজ্যে নতুন করে হবে টেট, রায় সুপ্রিম কোর্টের