পূর্ব বর্ধমান: তৃণমূলের লাখুরিয়া অঞ্চল সভাপতি অসীম দাস খুন কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। দিল্লির গোপন ডেরা থেকে সিআইডি অভিযুক্ত রাজু সেখকে গ্রেফতার করেছে। সিআইডির অনুমান রাজু সেখই মেন শুটার।
অভিযুক্ত রাজু সেখের বাড়ি বীরভূমের লাভপুরে। তবে, সে থাকতো লাখুরিরা অঞ্চলের মল্লিক পুর গ্রামে। দিল্লির ভোজনপুরী থেকে গ্রেফতার করা হয়েছে তাকে । শুক্রবার সিআইডি দিল্লি কোর্টে ট্রানসিট রিমান্ডে নেবে অভিযুক্তকে। এরপর শনিবার তাকে তোলা হবে কাটোয়া কোর্টে।
আরও পড়ুন- মুর্শিদাবাদের বড়ঞায় বোমা মেরে খুন তৃণমূল কংগ্রেস নেতাকে
জুলাই মাসের ১২ তারিখে মঙ্গলকোটের লাখুরিয়া অঞ্চল সভাপতি তৃণমূলের অসীম দাস খুন হয়। কাশেম নগর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে একাই বাড়ি ফিরছিলেন তিনি। কেউ দাদা বলে ডেকে মোটরসাইকেল দাঁড় করায়। সেই দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে খুন করে অসীম দাসকে। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অঞ্চল সভাপতি অসীম দাসকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।
আরও পড়ুন- চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার ভুয়ো সাংবাদিক
এরপর জেলা পুলিশ তদন্তে নেমে সাবু শেখ, সাহুল শেখ নামে দুজনকে গ্রেপ্তার করে। ১৪ জুলাই বর্ধমান জেলা পুলিশ সাত সদস্য নিয়ে অতিরিক্ত জেলা পুলিশ ধ্রুব দাসের নেতৃত্বে সিট গঠন করা হয়। এরপর তদন্তভার তুলে দেয়া হয় সিআইডির হাতে। তদন্তে নেমে সিআইডি গুসকরার কুন্দলপুর থেকে রফিকুল সেখ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের নিয়ে আসা হয় কাটোয়া থানায়।
এরপর গত ৫ আগস্ট রাতে গুসকরার কুন্দলপুর থেকে রফিক সেখ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি। জারি ছিল তদন্ত। এরপরই উঠে আসে রাজু শেখের নাম। বর্তমানে তাকে বর্ধমানে নিয়ে আসার ব্যবস্থা করছে সিআইডি।