ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) বলেছিল প্র্যাকটিস ম্যাচ চেয়ে অনেক দেরীতে অনুরোধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।তাই শুরুতে ব্যবস্থা করা যায়নি। তা সত্বেও ভারতীয় দলের জন্য ওয়াম আপ ম্যাচের ব্যবস্থা করে দিল ইসিবি। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগেই গা গরম করার ম্যাচ পেয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া।
শুরুতে ঠিক ছিল, ইন্ডিয়া-এ দলের বিপক্ষে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলবেন কোহলিরা। কিন্তু করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় এ্প্রিল মাসে এই সফর বাতিল হয়ে যায়। এরপর কোহলিরা ঠিক করেন, নিজেদের মধ্যেই্ দুটি দল বানিয়ে খেলবেন।
আরও পড়ুন- ভারতকে ৮ উইকেটে হারিয়ে খেতাব কিউইদের
এখন এই জট কেটে গেছে ।ভারতীয় দল একটি চারদিনের আর তিনদিনের আরেকটি ম্যাচ খেলবে।এ্ইসব ম্যাচে প্রতিপক্ষ হতে চলেছে কাউন্টি একাদশ।এই দুটি ম্যাচ হবে ইংল্যান্ডের উত্তর–পূর্ব অঞ্চলের কোনও মাঠে।কারণ ওই অঞ্চলেই প্রথম ১৫ দিন থাকবে ভারতীয় টেস্ট দল।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন, কোভিড নিয়ম মেনে সব কিছু পরিকল্পনা সাজিয়ে নিতে হচ্ছে।টিম ইন্ডিয়া ডারহামের এমিরেটস রিভারসাইড হোটেলে এসে উঠবে প্রস্তুতি সারতে।শাস্ত্রী–কোহলিরা ১৫ জুলাই্ থেকে ওখানে ক্যাম্প শুরু করবে। তা চলবে পয়লা অগস্ট পর্যন্ত।এরপর কোহলিরা রওনা হয়ে যাবেন নটিংহ্যামে। সেখানে ট্রেন্টব্রিজে ৪ জুলাই শুরু প্রথম টেস্ট।
এ্খন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ছুটি কাটাচ্ছেন কোহলিরা। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর সস্ত্রীক লন্ডনে পৌঁছে,দেখছেন উইম্বলডন টেনিস। একটি ম্যাচে ভিভিআই্পি গ্যালারিতে সচিনের পাশে দেখে যায় বিরাট কোহলিকেও। সঙ্গে অনুষ্কা শর্মা আর তাঁদের ছোট্ট মেয়েকেও।
ছবি: সৌ-টুইটার।