বাকুড়া : ভ্যাকসিন রয়েছে। নেই সিরিঞ্জ। সেই কারণেই বাকুড়ার একাধিক ব্লকে বন্ধ করোনা টিকাকরণ। জেলার বেশ কিছু ব্লক স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হয়েছে এই নোটিস। তাতে লেখা, পর্যাপ্ত পরিমাণে সিরিঞ্জ না থাকার জন্য ভ্যাকসিন দেওয়া বন্ধ। সিরিঞ্জ এলে আবার টিকাকরণ শুরু হবে।
বাঁকুড়া ২ নং ব্লকের কাঞ্চনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা। বাইরে টাঙানো নোটিস। যাতে জানানো হয়েছে, সিরিঞ্জ না থাকায় ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না। ফলে, স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন বলেও জানিয়েছেন উপভোক্তারা। তাঁদের অভিযোগ, ‘সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকে পরে জানতে পারলাম সিরিঞ্জ না থাকার জন্য ভ্যাকসিন দেওয়া হবে না’। পরিষেবা দ্রুত স্বাভাবিক করার দাবি তুলেছেন ভ্যাকসিন না-পাওয়া স্থানীয় মানুষ।
বাঁকুড়া জেলায় গত এক মাস ধরে টিকার পর্যাপ্ত জোগান থাকায় অত্যন্ত দ্রুতগতিতে এগোচ্ছিল টিকাকরণ প্রক্রিয়া। আচমকা সিরিঞ্জের অভাবে বড়সড় হোঁচট খেল বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতর । গত একসপ্তাহ ধরেই সিরিঞ্জের মজুত ধীরে ধীরে কমে আসছিল। অন্যান্য টিকার সিরিঞ্জ ব্যবহার করেও ঘাটতি পূরণ করতে পারা যায়নি।
আরও পড়ুন- আইকোর চিটফান্ড মামলায় শিল্পসদনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বয়ান রেকর্ড সিবিআইয়ের
বাঁকুড়া ২ নং ব্লকের কাঞ্চনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দেওয়া নোটিশ
ফলে, সোমবার সকাল থেকে বহু টিকাকরণ কেন্দ্রে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। তবে, শুধু বাঁকুড়া ২নং ব্লকেই নয় । জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, বাঁকুড়া ১নং ব্লক , সিমলাপাল, শালতোড়া, বড়জোড়া-সহ বেশ কয়েকটি ব্লকেই সিরিঞ্জের সরবরাহ না থাকায় সোমবার থেকে প্রায় বন্ধ হয়ে যায় টিকাকরণ ।
আরও পড়ুন- পুজোর বাকি এক মাস, এখনও ভ্যাকসিন পাননি অসুরেরা
বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, ইতিমধ্যেই বিষয়টি রাজ্য স্বাস্থ্য দফতরের নজরে আনা হয়েছে । রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বাঁকুড়া জেলার জন্য সিরিঞ্জ বরাদ্দও হয়ে গেছে । খুব তাড়াতাড়ি পরিষেবা স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতর।