নয়াদিল্লি: শীর্ষ আদালত আগেই করোনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ এবার রাজ্যগুলির থেকে করোনার মৃত ব্যক্তিদের তথ্য সংগ্রহের নির্দেশ দিল কেন্দ্র ৷ সম্প্রতি এক মামলার শুনানিতে এমনটাই নির্দেশ শীর্ষ আদালতের ৷
করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ শোনার জন্য রাজ্যগুলির গঠিত কমিটির অগ্রগতি কতটা তা-ও জানতে চেয়েছে শীর্ষ আদালত ৷ বিচারপতি এএম খানউইলকার এবং বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ এই তথ্য চেয়ে পাঠিয়েছে ৷ সলিসিটর জেনারেল তুষার মেহতা আশ্বস্ত করেছেন যে, আগামী সোমবার সমস্ত তথ্য পাওয়া যাবে । এই দুই নির্দেশ দেওয়ার পাশাপাশি বিচারপতিদ্বয়ের বেঞ্চ ক্ষতিপূরণ প্রদানে গুজরাত সরকারেরর পরিবর্তিত রেজিলিউশন (GR) নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন । ক্ষতিপূরণের আবেদন খতিয়ে দেখার জন্য গঠিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল আদালত ৷ সেই “নির্দেশ অমান্য করার” জন্য গুজরাত সরকারকে কড়া প্রতিক্রিয়া দিয়েছে সুপ্রিম কোর্ট ৷
আদালত বলেছিল, রোগীর মৃত্যু শংসাপত্র ও আরটি,পিসিআর রিপোর্টের ভিত্তিতেই সরাসরি মৃতের পরিবারকে টাকা দিতে হবে ৷ কিন্তু, বিচারপতি শাহ-র বক্তব্য, গুজরাতের ক্ষতিপূরণ পদ্ধতিটি ক্রমশ জটিল হচ্ছে ৷ এখন রাজ্যগুলি স্ক্রুটিনি কমিটির কাছে নতুন তালিকা নিয়ে এসেছে ৷
আরও পড়ুন-করোনায় মৃত পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেবে সরকার
এরপরই গুজরাত সরকার পক্ষের আইনজীবী মেহতা বলেন, সমস্যা মেটাতে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বসা প্রয়োজন ৷ তার জন্য আরও সময় লাগবে৷ তাই, আমাকে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করার সুযোগ দেওয়া হোক ৷ যাতে সমস্তটাই খুঁটিয়ে দেখতে পারি ৷’ তাঁর আবেদন আদালত আগামী সোমবার পর্যন্ত সময় দিয়েছে৷ যদিও, একই সঙ্গে আদালত জানিয়েছে, এরই মধ্যে পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া শুরু করা উচিত সরকারের ৷