ওভারলোডিং নিয়ে এবার কড়া রাজ্য প্রশাসন। লরিতে ওভারলোডিং দেখলে কড়া পদক্ষেপ নিতে বলা হল জেলা প্রশাসনকে। সোমবার পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক হয় জেলাশাসকদের। এই বৈঠকে মন্ত্রী বলেন, ‘ওভারলোডিংয়ের দিকে কড়া নজর রাখতে হবে প্রশাসনকে।’
তিনি আরও বলেন, ‘যে অফিসার ওভার লোডিংয়ের সঙ্গে যুক্ত থাকবে, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।’ ওভারলোড দেখলেই গাড়ি বাজেয়াপ্ত করতে বলা হয়েছে। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি বাড়াতে বলা হয়েছে। ভিনরাজ্য থেকে এ রাজ্যে আসা লরিগুলির ওপরেও কড়া নজরদারি রাখতে বলা হয়েছে। ওভারলোডিং আটকানোর জন্য জেলায় জেলায় তল্লাশি অভিযান আরও বাড়াতে হবে। বালি খাদানের ওপর নজর দিতে বলা হয়েছে। কোনও অফিসার ওভারলোডিংয়ের সঙ্গে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে তদন্ত করে মামলা শুরু করতে বলা হয়েছে।