ঝাড়গ্রাম: করোনা রুখতে রাজ্যজুড়ে চলছে বেশ কিছু বিধিনিষেধ। যার জেরে সাধারণ মানুষের রুজিরুটিতে টান পড়েছে। সেই তালিকায় রয়েছেন ঝাড়গ্রাম বেলপাহাড়ির পাথর শিল্পীরাও। একটা সময় ছিল বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকার শিমুল পাল, ঢাঙ্গিকুসুম, বিরমাদল প্রভৃতি গ্রামে কান পাতলেই শোনা যেত পাথরের গায়ে শিল্পীদের ছেনি, হাতুড়ি আর হাতকুঠারের অবিরাম শব্দ। কিন্তু আজ সব স্তব্ধ।
আরও পড়ুন: আরোগ্য সেতুতে নাম, তবু মিলল না টিকা
বর্তমানে রাজ্যে বিধিনিষেধ ও বাজারের অভাবে উঠে যেতে বসেছে কয়েক পুরুষের এই ব্যবসা। একদমই বিক্রি নেই পাথরের। বিধিনিষেধের জেরে বন্ধ সব মেলা-পার্বণ, বাজার-হাট থেকে শুরু করে সমস্ত কিছু। বিক্রি নেই পাথরের তৈরি জিনিসপত্রের। তাতেই রুজিরুটির টান পড়েছে শিল্পীদের। গ্রাম গঞ্জে দু- একটা বিক্রি হচ্ছে। কিন্তু তার সংখ্যাও একেবারে হাতে গোনা। এই মাঝে সাঝে দু-একটা জিনিস বিক্রি করে আর সরকারের দেওয়া রেশন দিয়ে কোনওরকমে দিন কাটছে পাথরশিল্পীদের।
আরও পড়ুন: একটানা বৃষ্টিতে জাতীয় সড়কে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং যোগাযোগ
এ বিষয়ে পাথর শিল্পী বিভাগের সভাপতি নবকুমার মিস্ত্রি বলেন, বাজার নেই, বিক্রি বাটাও একদম নেই। লকডাউনে বন্ধ হস্তশিল্পীদের মেলা। ফলে সবদিক দিয়েই বিক্রির রাস্তা বন্ধ। তবু মাঝে সাঝে দু-একজন আসছেন। সেখান থেকেই একটু যা রোজগার হচ্ছে। তাছাড়া শিলদা থেকে পাথর আমদানীও বন্ধ। ফলে দিশাহীন তাঁরা। পাথর শিল্পীদের দাবি, আগে জেলায় একটা বাজারের বা শিলদাতে পাথরের হাট ছিলো তা আবার চালু করা হোক। যাতে তাঁরা সেই হাটে তাঁদের বানানো জিনিসপত্র বিক্রি করতে পারেন।