মালদহ : শেষ পর্যন্ত চীনা নাগরিক হান জুনেইকে লখনউ আদালতে নিয়ে যাওয়ার অনুমতি পেল উত্তরপ্রদেশ পুলিশ। আগামী ২ জুলাই হান জুনেইকে লখনউ সিজেএম কোর্টে হাজির করার নির্দেশ দিয়েছিলেন লখনউয়ের সিজেএম। উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে মালদহ জেল সুপারের কাছে আবেদন করলে, জেল সুপার তা মালদহ জেলা আদালতে পাঠিয়ে দেন। আদালত সেই আবেদনের ভিত্তিতে হানকে পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেন। হানের বিরুদ্ধে ঐ রাজ্যে একাধিক প্রতারণার মামলা রয়েছে। এবার তাকে জেরা করবে ইউপির অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস উত্তর প্রদেশ) জানালেন মালদহ জেলা সিজেএম কোর্টের এপিপি মেহেতাব আলম।
ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ ভাবে অনুপ্রবেশকারী চীনা নাগরিক হান জুনবেইকে শুক্রবার মালদহ জেলা আদালতে হাজির করা হয়। গত ১২ জুন কালিয়াচকের মিলিক সুলতানপুর বিওপির কাছে হানকে আটক করে বিএসএফ। এরপর তার কাছ থেকে উদ্ধার হয় চীনা পাসপোর্ট, বাংলাদেশের ভিসা, দু’টি আইফোন, ল্যাপটপ, তিনটি দেশের সিম কার্ড, ভারতীয় টাকা, বাংলাদেশের টাকা এবং মার্কিন ডলার। বিএসএফ ধৃতকে কালিয়াচক পুলিশের হাতে তুলে দেয়। এরপর রাজ্য এসটিএফের হাতে যায় তদন্ত ভার। এবার উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের দায়িত্বে লখনউ নিয়ে যাওয়া হচ্ছে হানকে।